• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বৃষ্টির বাধায় বন্ধ আয়ারল্যান্ড বনাম আফগান ম্যাচ

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২, ০৪:৪৯ পিএম

বৃষ্টির বাধায় বন্ধ আয়ারল্যান্ড বনাম আফগান ম্যাচ

প্রতীক ওমর

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির বাধার মুখে পরে ওভার কমিয়ে খেলা হয়েছে অনেক ম্যাচ। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেনি। এবারও তাদের ম্যাচে বাধা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে টস করতেও বিলম্ব হচ্ছে। বৃষ্টির কারণে বন্ধ আছে আয়ারল্যান্ড বনাম আফগান ম্যাচ।

অস্ট্রেলিয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো বৃষ্টির কারণে তুমুল বাধার সম্মুখীন। দুটি ম্যাচ এরই মধ্যে বাতিল হয়ে গেছে। একটি ম্যাচে ফল নির্ধারণ হয়েছে বৃষ্টি আইনে।

শুক্রবারের (২৮ অক্টোবর) প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। তবে সকাল থেকে বৃষ্টি হওয়ায় টস করাও সম্ভব হয়নি। ফলে এই ম্যাচেও আশঙ্কা রয়েছে বাতিল হওয়ার। ম্যাচটি বাতিল হলে দুদলই পাবে একটি করে পয়েন্ট।

এদিকে দুই দলের সবশেষ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আইরিশরা জিতেছিল ৩-২ ব্যবধানে। এই রেকর্ড বলছে দুই দলের লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বে প্রথম বার মুখোমুখি হচ্ছে এই দুই দেশ। এর আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ২০১০, ২০১২, ২০১৩ সালে মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড-আফগানিস্তান। এর মধ্যে শেষ দুই সাক্ষাতে জিতেছে আয়ারল্যান্ড। 

 

এসএএস

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ