• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ১১:০৮ পিএম

নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

প্রতীক ওমর

বৃষ্টির কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা হলো নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচটি। আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের নবম ম্যাচটি খেলার কথা ছিল দুই দলের। একই দিন একই মাঠে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে হারে ইংল্যান্ড। ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে আইরিশদের কাছে ৫ রানে হেরেছে জস বাটলারের দল। দিনের দ্বিতীয় ম্যাচে কপাল পুড়েছে নিউজিল্যান্ডেরই। কারণ খর্বশক্তির আফগানিস্তানের বিপক্ষে দুটো পয়েন্ট হয়তো ধরেই রেখেছিল কেন উইলিয়ামসনের দল।

বুধবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দুটায় মাঠে গড়ানোর কথা ছিল নিউজিল্যান্ড-আফগানিস্তানের ম্যাচটি। কিন্তু বৃষ্টিতে টস পর্যন্ত হয়নি।

এর আগে বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে মিশন শুরু করেছিল নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে পয়েন্ট ভাগাভাগি করতে হলো ব্ল্যাকক্যাপসদের।

তবে ভাগাভাগিতে আপত্তি থাকার কথা নয় আফগানিস্তানের। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়ার পর এই ১ পয়েন্ট হয়তো আত্মবিশ্বাস যোগাতে পারে মোহাম্মদ নবীর দলকে।

দিকে বৃষ্টিতে পয়েন্ট হারালেও ‘গ্রুপ ১’ এ এখনও শীর্ষে নিজিল্যান্ড। অন্যদিকে ২ ম্যাচ খেলে সমান একটি করে ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড আছে গ্রুপের তলানিতে।

এআরআই

আর্কাইভ