• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বাংলাদেশ নারী দলের কোচ হয়ে আসছেন হাশান তিলকরত্নে

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ০৯:১০ পিএম

বাংলাদেশ নারী দলের কোচ হয়ে আসছেন হাশান তিলকরত্নে

ক্রীড়া ডেস্ক

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ জাতীয় নারী দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসছেন হাশান তিলকরত্নে। 

ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে দুই বছরের চুক্তি করেছেন তিলকরত্নে। বিসিবি নারী দলের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি জানিয়েছেন

 তিনি বলছেন, নভেম্বরের প্রথম সপ্তাহেই ঢাকায় আসবেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার তিলেকারত্নে। এরপরই তিনি বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দায়িত্ব নিবেন।

শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘তিলকরত্নে নভেম্বরের প্রথম সপ্তাহেই বাংলাদেশে আসবেন। এরপর নিউজিল্যান্ড সফর থেকেই কাজ শুরু করবেন তিনি। ইতোমধ্যে তার সঙ্গে দুই বছরের চুক্তি সম্পন্ন হয়েছে।’

হাশান তিলকরত্নে শ্রীলঙ্কার হয়ে ৮৩ টেস্টে ২০ ফিফটি ও  ১১ সেঞ্চুরি করেছেন।

 

এসএই

 

 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ