• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কাতারে  ৬ মাস আগেই আর্জেন্টাইন সমর্থক!

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ০৫:১০ এএম

কাতারে  ৬ মাস আগেই আর্জেন্টাইন সমর্থক!

প্রতীক ওমর

ফুটবলপ্রমীরা কতই না কাণ্ড ঘটান। কখনো পছন্দের প্লেয়ারের মতো চুল রঙ করে আবার কখনো ভালোবাসার দলের পতাকার রঙ্গে নিজের বাড়ি রাঙ্গিয়ে। তেমনি এবার ৫৪ বছর বয়সী আর্জেন্টাইন সমর্থক ফুটবল বিশ্বকাপ শুরুর ৬ মাসে আগেই চলে এসেছেন কাতারে।

বিশ্বকাপে মেসি-দি মারিয়াদের অনুপ্রেরণা জোগাতে ৫৪ বছর বয়সী মার্সেলো মার্তিনেস কাতার পৌঁছেছেন গত মে মাসেই! লিওনেল মেসি-আনহেল দি মারিয়াদের জন্য গলা ফাটাতে ছয় মাস আগেই বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে নোঙর ফেলেছেন তিনি!

৫৪ বছর বয়সী এই ফুটবল পাগলকে নিয়ে এক প্রতিবেদনে রয়টার্স উল্লেখ করেছে, সম্ভবত মার্তিনেসেই কাতার পৌঁছানো প্রথম ফুটবলপ্রেমী। গত ৩ মে আর্জেন্টিনার জাতীয় পতাকার নীল-সাদা রঙের পরচুলা পরে কাতারে পৌঁছান তিনি।

পেশায় আইনজীবি মার্তিনেস দেশটির অনেক মানুষের মধ্যে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা দেখেছেন বলে জানিয়েছেন।

মার্তিনেসের বিশ্বাস এবার মেসির হাতে উঠবে অধরা বিশ্বকাপ ট্রফি। ক্লাব ক্যারিয়ারে মুঠোভরে সাফল্য পাওয়া মেসি কেবল আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছেন।

বছরের শুরুর দিকে দি মারিয়া ও লেয়ান্দ্রো পারেদেস পিএসজি দলের সঙ্গী হয়ে কাতারে গেলে তাদের সঙ্গে দেখা হয়েছিল মার্তিনেসের। প্রিয় খেলোয়াড়দের জন্য গেয়েছিলেন তিনি। ওই সময়ই ঘটনাচক্রে কাতারে থাকার বন্দোবস্তোও হয়ে যায় তার!

স্থানীয় বিভিন্ন ক্লাবের আমন্ত্রণে খেলা দেখে বেশ আনন্দে মাঝের সময়টা কেটেছে মার্তিনেসের। কাতারের ক্লাব আল-সাইলিয়ার হয়ে খেলছেন তার স্বদেশি সের্হিও হাভিয়ের ভিত্তর। আল-সাইলির ম্যাচ দেখতে গেলে ভিত্তর তাকে জার্সি দিয়েছেন বলেও জানিয়েছেন এই ফুটবলপ্রেমী।

 

এসএএস

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ