প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২, ০৫:০৩ পিএম
শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে ২৪ বলের ব্যবধানে ৪ উইকেট খুইয়ে এরপর চলে যায় খাদের কিনারে। দুই ওপেনারকে হারানোর পর আউট হন লিটন ও সাকিব। এরপর ব্যাটিংয়ে থিতু হতে পারেননি ইয়াসির। চলে যান তিনিও। এতে চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ।
বিশ্বকাপের সুপার টুয়েলভের পঞ্চম ম্যাচে টস জিতে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। বাংলাদেশ দলের দুই ওপেনার সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত দারুণ একটা শুরুই এনে দিয়েছিলেন। তবে দলীয় ৪৩ রানে সৌমের বিদায়ের পর যেন এলোমেলো হতে থাকে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৪৩ থেকে ৭৬, এই ৩৩ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় টাইগাররা। পড়েছে চরম ব্যাটিং বিপর্যয়ে।
দলীয় ৪৩ রানে সৌম্যর বিদায়ের পর ৪৭ রানে শান্তর আউট এরপর ৬০ রানে সাজঘরে ফিরেন লিটস দাস। ৬৩ রানে আউট হন অধিনায়ক সাকিবও। সবশেষে ৭৬ রানে প্যাভিরিয়নে ফেরেন ইয়াসির আলি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান। মাঠে আছেন আফিফ (১৩) ও ইয়াসির (৪)।
এআরআই