• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২, ০৪:০৩ পিএম

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রতীক ওমর

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

 

সুপার টুয়েলভ দিয়ে এবারের বিশ্বকাপের মিশন শুরু করছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তবে এই ম্যাচে টস ভাগ্যটা সঙ্গ দেয়নি বাংলাদেশকে।  টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নেদারল্যান্ডস।

সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণটা জানিয়েছেন ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস, ‘আমরা প্রথমে বোলিং করব। আমরা দেখেছি দলগুলোকে রান তাড়া করে জিততে দেখেছি। আবহাওয়াও আমাদের সাহায্য করবে। এখন প্রতিদ্বন্দ্বিতা করার সময় ও জয় তুলে নেওয়ার সময়।’

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান দলের বিষয়ে বললেন, ‘আমরা এখানে দেরিতে এসেছি কিন্তু নিউজিল্যান্ডে আমাদের ভালো প্রস্তুতি ছিল। আমাদের ফাস্ট বোলিং গ্রুপ সত্যিই ভালো করছে, তারা অনেক উন্নতি করেছে। আমার পারফরম্যান্স ছাড়াও, আমি কীভাবে দলকে গাইড করি তা সত্যিই গুরুত্বপূর্ণ কারণ আমরা এই দলে অনেক তরুণ পেয়েছি। মেহেদী মিরাজ, শরিফুল ইসলাম ও এবাদত খেলছে না আজ।’

বাংলাদেশ একাদশ :

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

নেদারল্যান্ডস একাদশ :

ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, লোগান ভ্যান বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারেন।

 

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ