• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিশ্বকাপের প্রথম লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২, ১২:৪৮ পিএম

বিশ্বকাপের প্রথম লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

প্রতীক ওমর

বিশ্বকাপ মিশনে আজ সোমবার (২৪ অক্টোবর) ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। একই সাথে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার স্বাদও পাবে সাকিব আল হাসানের দল। যদিও সাম্প্রতিক সময়ে দলের পারফর্ম্যান্স খুব ভালো না হওয়ার কারণে বাড়তি চাপেও আছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযানের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় সকাল দশটায় অস্ট্রেলিয়ার হোবার্টে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ওপেনিংয়ে সৌম্য সরকার এবং নাজমুল হোসনকে শান্তকেই হয়তো দেখা যাবে। সেক্ষেত্রে তিন নাম্বারে লিটন দাস এবং চারে সাকিব আল হাসানকেই দেখা যাবে। পেসারদের মধ্যে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবং তাসকিন আহমেদের একাদশে থাকা এক প্রকার নিশ্চিত।

দলের একাদশ কিংবা পজিশন নিয়ে কোন কথা দল থেকে না জানা গেলেও ম্যাচ শুরুর একদিন আগে আজ রোববার দলের অধিনায়ক সাকিব আল হাসান হোবার্ট থেকে দলের সবশেষ অবস্থা সম্পর্কে বলেছেন, ‍‍`সবাই ওপেন মাইন্ডেড থাকবে, দলের প্রয়োজনে যাকে যখন যেখানে খেলতে হয় বা যে ওভার বোলিং করা লাগে, যে জায়গায় ফিল্ডিং করা লাগে সবাই সেটার জন্য প্রস্তুত থাকবে।‍‍`

 

এসএএস

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ