• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিশ্বকাপে আজ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২, ০৮:২২ এএম

বিশ্বকাপে আজ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

প্রতীক ওমর

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে আজ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটি হবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

দীর্ঘ ৩৭ বছর পর আবারও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। এবারই প্রথম টি-২০ ফরম্যাটে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ভেন্যুতে লড়বে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় দু’দল ভারত ও পাকিস্তান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট ১১ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তাতে ভারতের ৮ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে মোটে ৩টি ম্যাচ। এছাড়া বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের দুর্ভাগ্য তো আছেই।

তবে মাঠের লড়াই যা-ই হোক। মাঠের বাইরের উন্মাদনা ছাড়িয়েছে সকল মাত্রা। ম্যাচের আগেই দিন অদ্ভুত এক ঘটনার জন্ম দিয়েছে দুই দলের বিশ্বকাপ লড়াই।

 

এসএএস

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ