• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আয়ারল্যান্ডকে ১৪৭ রানের টার্গেট দিলো উইন্ডিজ

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২২, ০৫:৫৪ পিএম

আয়ারল্যান্ডকে ১৪৭ রানের টার্গেট দিলো উইন্ডিজ

প্রতীক ওমর

বিশ্বকাপের মঞ্চে বাঁচা মরার ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪৭ রানের টাগের্ট দিলো ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে ম্যাচটি জিততেই হবে, এমন সমীকরণ দুই দলের সামনেও। সেই দুই দল নিজেদের শেষ গ্রুপ ম্যাচে মুখোমুখি হয়েছে আজ।

শুক্রবার (২১ অক্টোবর) অস্ট্রেলিয়ার হোবার্টে বাংলাদেশ সময় সকাল ১০টায় মাঠে ম্যাচটি শুরু হয়। ম্যাচে টস জিতে উইন্ডিজ অধিনায়ক নিকলাস পুরান ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে  ১৪৬ রান করে ক্যারিবিয়ানরা।

এদিন ক্যারিবিয়দের এসেছিল একটি পরিবর্তন, ব্রেন্ডন কিংকে ফেরানো হয় একাদশে। ওদিকে আইরিশ একাদশ অবশ্য ছিল অপরিবর্তিতই।

ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ক্যারিবীয়রা। কাইল মেয়ার্স বিদায় নেন ব্যারি ম্যাকার্থির শিকার হয়ে। আরেক ওপেনার জনসন চার্লস ১৮ বলে ২৪ করে ফেরেন এরপর।

তবে সিমি সিংয়ের সেই ওভারেই আরও একটা উইকেট পেতে পারত আয়ারল্যান্ড। কিংয়ের সেই ক্যাচটা তালুবন্দি করতে পারেননি সিমি। আইরিশরা তার খেসারতই দিয়েছে এরপর। ওপাশে সতীর্থদের আসা যাওয়ার মিছিল দেখলেও কিং ঠিকই একপাশ আগলে খেলে ফেলেছেন ৪৮ বলে ৬২ রানের ইনিংস।

শেষে এসে ওডিন স্মিথের কাছ থেকে দারুণ সঙ্গ পেয়েছেন। স্মিথ ১২ বলে দুই ছক্কায় করেছেন ১৯ রান। যার ফলে উইন্ডিজ শেষমেশ ১৪৬ রানের পুঁজি পায়।

টি টোয়েন্টিতে ৭ বারের দেখায় ৩ জয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের দুই জয়। বাকি দু’ম্যাচ কেড়ে নিয়েছে বৃষ্টি।

 

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড

কাইল মায়ার্স, জনসন চার্লস, এভিন লুইস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেন, ওডেন স্মিথ, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয়।

আয়ারল্যান্ড স্কোয়াড

পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডাইর, সিমি সিং, ব্যারি ম্যাকার্থি ও জশ লিটল।

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ