• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় হুইল চেয়ার টি-টোয়েন্টি এশিয়া কাপ ওয়ার্ম আপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২, ১০:২৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় হুইল চেয়ার টি-টোয়েন্টি এশিয়া কাপ ওয়ার্ম আপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় হুইল চেয়ার টি-টোয়েন্টি এশিয়া কাপ ওয়ার্ম আপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে ড্রিম ফর ডিসঅ্যাবিলিট ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। 

এ সময় জেলা প্রশাসক বলেন, ড্রিম ফর ডিসঅ্যাবিলিট ফাউন্ডেশন বাংলাদেশ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়। তাদের সহযোগিতায় সরকার সব সময় পাশে ছিল এবং থাকবে। 

অনুষ্ঠানে ড্রিম ফর ডিসঅ্যাবিলিট ফাউন্ডেশন বাংলাদেশ -এর চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্নার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ। 

ওয়ার্ম আপ ম্যাচটি ড্রিম ফর ডিসঅ্যাবিলিট ফাউন্ডেশন এ দল বনাম বি দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে প্রথমে ব্যাট করতে নেমে বি দল ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান করে জবাবে এ দল ১৫ ওভারে ৬ উকটে হারিয়ে ১০৭ রান করতে সক্ষম হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছরের ফেব্রুয়ারিতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য সেরা একাদশ বাছাইয়ের লক্ষ্যে এ ওয়ার্ম আপ ম্যাচের আয়োজন করা হয়েছে। এখানে দেশের বিভিন্ন জেলা থেকে খেলোয়াররা অংশগ্রহণ করেছেন।

এএল/
 

 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ