• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভারতে বিশ্বকাপ না খেলার হুমকি পাকিস্তানের

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২, ০৩:৩৫ এএম

ভারতে বিশ্বকাপ না খেলার হুমকি পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক

এক দশক ধরে পাকিস্তান ও ভারতের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হচ্ছে না। কারণ হলো দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান রাজনৈতিক বৈরিতা। এই বৈরিতায় বন্ধ দুই দলের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ক। ২০২৩ সালে পাকিস্তানে বসবে এশিয়া কাপের আসর। সেখানে ভারত অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন বিসিসিআই। এবার ভারতে বিশ্বকাপ না খেলার হুঁমকি দিল পাকিস্তান। ভারতের সংবাদসংস্থা পিটিআই তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চি করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজার ঘনিষ্ঠ এক কর্তা বলেছেন যে ‘এবার কড়া সিদ্ধান্ত নিতে প্রস্তুত পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ এটা ভালোভাবেই জানা যে ভারতের সঙ্গে যদি পাকিস্তান না খেলে তাহলে আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রতিযোগিতার লোকসান হবে। সামলাতে হবে আর্থিক ধাক্কা।’

একাধিক প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বিসিসিআইয়ের ৯১ তম বার্ষিক সাধারণ সভার পর বোর্ডের সচিব শাহ জানিয়েছেন যে ২০২৩ সালের এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বরং নিরপেক্ষ জায়গায় (যেমন - সংযুক্ত আরব আমিরাত) এশিয়া কাপ করা হবে বলে জানিয়েছেন ভারতীয় বোর্ডের সচিব শাহ।

তারপরই পাকিস্তান বোর্ডের তরফে কড়া অবস্থান নেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে বলে একাধিক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে পিটিআই। ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, রামিজের ঘনিষ্ঠ এক কর্তা জানিয়েছেন যে শাহের মন্তব্যের পর আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ থেকে পাকিস্তান নাম প্রত্যাহার করে নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান।

বিসিসিআইয়ের সচিবের মন্তব্যের প্রেক্ষিতে অবশ্য সরকারিভাবে মুখ খুলতে চায়নি পিসিবি। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এক মুখপাত্র বলেছেন যে ‘এই মুহূর্তে আমাদের কিছু বলার নেই। তবে হ্যাঁ, আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং আগামী মাসে মেলবোর্নে আইসিসির বোর্ড মিটিংয়ের মতো জায়গায় সেই বিষয়টি উত্থাপন করব।’

তবে সূত্র উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, বিসিসিআই সচিবের মন্তব্যে অত্যন্ত হতাশ হয়েছেন পিসিবি চেয়ারম্যান এবং শীর্ষকর্তারা। নাম গোপন রাখার শর্তে পাকিস্তান বোর্ডের এক কর্তা বলেছেন, ‘জয় শাহ যে সময় মন্তব্য করেছেন, তাতে অবাক হয়েছেন পিসিবির কর্তারা। কারণ আগামী বছর সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ হবে। আর সেই টুর্নামেন্ট হতে এখনও প্রায় এক বছর বাকি আছে। কারণ পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক্সিকিউটিভ বোর্ড। সভাপতি (এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হলেন শাহ) সেই দায়িত্ব দেননি।’

২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। ২০০৮ সালের এশিয়া কাপের ২০০৯ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু ২৬/১১ হামলার প্রেক্ষিতে সেই সিরিজ বাতিল করা হয়েছিল। পরবর্তীতে ২০১২ সালে ভারতের একদিনের সিরিজ খেলতে এসেছিল। কিন্তু তারপর থেকে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত এবং পাকিস্তান।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ