• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিশ্বকাপের আগে সুখবর পেলেন সাকিব

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ১০:৩৫ পিএম

বিশ্বকাপের আগে সুখবর পেলেন সাকিব

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। এশিয়া কাপে ভরাডুবির পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ কোনোমতে জিতলেও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে জয়হীন বাংলাদেশ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের সঙ্গে হেরেছে টাইগাররা। তবে বিশ্বকাপের মুল পর্ব শুরুর আগে বড় এক সুখবর পেলেন বাংলাদেশ অধিনায়ক।

বুধবার (১৯ অক্টোবর) আইসিসি প্রকাশিত অলরাউন্ডার র‍্যাংকিংয়ে আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবিকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে আবারও শীর্ষস্থান দখল করলেন সাকিব আল হাসান।

আইসিসির হালনাগাদ র‍্যাংকিংয়ে জানা গেছে, ২৬৬ রেটিং নিয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে ফিরেছেন সাকিব। এছাড়া ২৪৬ রেটিং নিয়ে দুইয়ে নেমে গেছেন নবি। এছাড়া তিনে আছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। তার রেটিং ১৮৮।

গেল বছরের নভেম্বরে নবির কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব। পুনরায় সিংহাসন ফিরে পাবার ১৪ দিনের মাথায় ফের শীর্ষস্থান হারান টাইগার অলরাউন্ডার। এবার বিশ্বকাপের আগে আবারও শীর্ষে ফিরলেন তিনি।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ