• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিদায় সৌরভ, বিসিসিআই’র নতুন সভাপতি রজার বিনি

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২, ১১:৩২ পিএম

বিদায় সৌরভ, বিসিসিআই’র নতুন সভাপতি রজার বিনি

ক্রীড়া ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট পদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় হয়ে গেলেন সৌরভ গাঙ্গুলি। কলকাতা মহারাজের স্থলাভিষিক্ত হলেন আরেক সাবেক ক্রিকেটার রজার বিনি। মঙ্গলবার (১৮ অক্টোবর) মুম্বাইয়ে বোর্ডের এজিএমে ৩৬তম সভাপতি হিসেবে দায়িত্ব বুঝে নেন ৬৭ বছর বয়সি বিশ্বকাপজয়ী এ তারকা।

ভারতের হয়ে ২৭টি টেস্ট এবং ৭২টি এক দিনের ম্যাচ খেলেছেন রজার বিনি। কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। এবার দেশের ক্রিকেট প্রশাসনের গুরুদায়িত্ব তার কাঁধে। রজার বিনি বোর্ডের প্রথম সভাপতি যিনি বিশ্বকাপজয়ী দলের সদস্য। রজার বিনির আগে আরও চারজন সভাপতি ছিলেন যারা ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। তারা হলেন শিবলাল যাদব, সৌরভ গাঙ্গুলি ও ভিজিয়ানাগ্রামের মহারাজকুমার।

সৌরভের যুগের অবসান হলেও টিকে গেছেন জয় শাহ। সৌরভ গাঙ্গুলীর পর রজার বিনির সঙ্গেও এবার থাকছেন জয় শাহ। ২০১৯ সাল থেকে বোর্ডের সচিব পদে আছেন জয় শাহ। এতদিন বোর্ডের কোষাধ্যক্ষ ছিলেন অরুণ ধুমাল। এবার তাঁর জায়গায় আসলেন আশিস শেলার। সদ্য বিদায়ী কোষাধ্যক্ষ অরুণ ধুমাল হয়েছেন আইপিএলের নতুন চেয়ারম্যান।

বিসিসিআইয়ের সভাপতির চেয়ারে রজার বিনির আসাটা অনেকটা নিশ্চিতই ছিল। কারণ সৌরভ মনোনয়ন জমা দেননি। ধারণা করা হচ্ছে, আইসিসির প্রধান হতে পারেন তিনি।

এদিকে, বিসিসিআই থেকে অপসারিত সৌরভ এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি পদের জন্য নির্বাচনে লড়বেন তিনি।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ