• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কাতার বিশ্বকাপে ব্রাজিলকে ফেভারিট মনে করেন মেসি

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২, ০৪:২২ এএম

কাতার বিশ্বকাপে ব্রাজিলকে ফেভারিট মনে করেন মেসি

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপই হতে যাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। কয়েক দিন আগেই এ খবর দিয়েছেন তিনি নিজেই। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ বলেই আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে জমেছে উন্মাদনা। মেসিও এই বিশ্বকাপ নিয়ে বেশ রোমাঞ্চিত। তবে নিজের শেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেভারিট বলেই মানলেন না মেসি। তার দাবি চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলই বিশ্বকাপের অন্যতম দাবিদার।

ডাইরেক্ট স্পোর্টসস্টারকে দেয়া এক সাক্ষাৎকারে আসন্ন কাতার বিশ্বকাপের পাঁচ ফেভারিটের নাম জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। যেখানে বিশ্বকাপের সবচেয়ে বড় দুই দাবিদার বলতে ব্রাজিল এবং ফ্রান্সের নামই বলেছেন মেসি।

এ ছাড়াও অন্য তিন দল ইংল্যান্ড, জার্মানি এবং স্পেনকেও কাতার বিশ্বকাপের ফেভারিট বলে মানছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির ভাষ্যে, ‘বিশ্বকাপে ফেভারিটের কথা বলছেন। আমার মনে হয় বড় দলগুলো যেমন ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড এবং স্পেন এবার ফেভারিট। আমি হয়ত অন্য বড় দলের নাম ভুলেও যেতে পারি।

তবে আমাকে যদি কেবল একটা বা দুইটা নাম বলতে বলেন যারা বিশ্বকাপের দাবিদার। তাহলে আজকের অবস্থা অনুযায়ী বলতে হয়, ব্রাজিল এবং ফ্রান্স এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় দুই দাবিদার।’

আর্জেন্টিনার চোট সমস্যা নিয়ে দুঃশ্চিন্তায় আছেন মেসি। আর বিশ্বকাপের আগে মেসিকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে দলের সেরা তারকা অ্যানহেল দি মারিয়া, পাওলো দিবালাদের ইনজুরি সমস্যা। মেসি এই বিষয়ে আরও বলেন,

‘চোট আমাদের জন্য দুঃশ্চিন্তার কারণ। দিবালা এবং দি মারিয়ার যে চোট হয়েছে, সত্যি বলতে ব্যক্তিগতভাবে এটা আমাকে দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছে। আপনি যখন এমন কিছু দেখবেন তখন আপনি ভয় পাবেনই। তবে আমরা আমাদের সেরা পারফর্ম করার চেষ্টা করবো এবং নিজেদের স্বাভাবিক খেলা খেলতে চাইব।’

মেসি আর্জেন্টিনাকে ফেভারিট ভাবুক আর নাই-বা ভাবুক, আসন্ন কাতার বিশ্বকাপের আগে রেড হট ফর্মে আছে আকাশী-নীল জার্সিধারীরা। এখন পর্যন্ত টানা ৩৪ ম্যাচ অপরাজিত আছে দলটি। বিশ্বকাপের গ্রুপ পর্ব পর্যন্ত এই ধারা ধরে রাখতে পারলে নতুন রেকর্ডও গড়তে পারবে মেসির আর্জেন্টিনা।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ