• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

‘অন্যায়ভাবে সৌরভকে বোর্ড থেকে বাদ দেয়া হয়েছে’

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২, ১২:৩১ এএম

‘অন্যায়ভাবে সৌরভকে বোর্ড থেকে বাদ দেয়া হয়েছে’

ক্রীড়া ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নিচ্ছেন সৌরভ গাঙ্গুলি। তার স্থলাভিষিক্ত হতে চলেছেন রজার বিনি। যা নিয়ে বেশ কয়েক দিন ধরেই বিতর্ক অব্যাহত। সেই ইস্যুতেই এবার ‘বোমা’ ফাটালেন পশ্চিবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার (১৭ অক্টোবর) পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সফরের উদ্দেশে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন তিনি।

মমতা ব্যানার্জি বলেন, ‘সৌরভকে অন্যায়ভাবে বাদ দেয়া হয়েছে। আমি অত্যন্ত ব্যথিত। সৌরভ অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। ভারতীয় দলের অধিনায়ক ছিল ও। দেশকে অনেক কিছু দিয়েছে। ওকে কেন এমন অন্যায় ভাবে বাদ দেয়া হল।’

পশ্চিবঙ্গের মূখ্যমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদীর কাছে আর্জি জানাব, সৌরভকে আইসিসিতে পাঠানো হোক।’

তিনি বলেন, ‘সৌরভ বাংলার গর্ব, সারা দেশের গর্ব৷ দক্ষতার সঙ্গে মাঠে খেলেছে, প্রশাসনেও কাজ করেছে৷ বিসিসিআই-এর প্রেসিডেন্ট ছিল। দায়িত্বে ছিলেন অমিত শাহর ছেলেও। এবার অমিত বাবুর ছেলে থেকে গেলেন। তিনি থাকুক, আমার তাতে যাই আসে না। কিন্তু সৌরভকে কোন উদ্দেশ্যে বাদ দেয়া হলো? আমি মনে করি, ওর সঙ্গে অন্যায় হয়েছে।’

মোদির উদ্দেশ্যে মমতা বলেন, ‘জগমোহন ডালমিয়া বিসিসিআই থেকে আইসিসিতে গিয়েছিলেন, সৌরভও আইসিসির প্রেসিডেন্ট হতে পারেন। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, সৌরভকে যেন আইসিসিতে লড়তে দেয়া হয়। তাকে বঞ্চনা করা হয়েছে। সৌরভ তোমার জন্য আমরা গর্বিত।’

সৌরভ গাঙ্গুলি পাঁচ বছর বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক ভারতীয় এই টপ অর্ডার ব্যাটার এবং অধিনায়ক তিন বছর বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদে ছিলেন। তিনি আবার সিএবি’তে ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে। আবার আইসিসি’তে যাওয়ার জন্য লড়তে পারেন। তার সামনে খোলা আছে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর হওয়ার পথও।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর বিশেষ বৈঠকে বসে বিসিসিআই৷ সেই বৈঠকের পরেই জানা যায়, বিসিসিআই সভাপতি পদ থেকে বাদ পড়তে চলেছে সৌরভ গাঙ্গুলি৷ বদলে আসতে চলেছে সাবেক ক্রিকেটার রজার বিনি৷ তারপরেই তোলপাড় শুরু হয়৷ বিভিন্ন মহল থেকে বিভিন্ন মত আসতে থাকে৷ সৌরভ তারপর নিজেই ঘোষণা করেন, তিনি সিএবি-তে নির্বাচন লড়াই করবেন৷ তার পরই এই মমতার মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ