• ঢাকা রবিবার
    ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

আফগানদের হারাতে বাংলাদেশের চাই ১৬১ রান

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২, ০৯:৪৩ পিএম

আফগানদের হারাতে বাংলাদেশের চাই ১৬১ রান

প্রতীক ওমর

এই মুহূর্তে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডের খেলা। এরইমধ্যে অঘটনের জন্ম দিয়েছে নামিবিয়া ও স্কটল্যান্ড। যাদের শিকার এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এমন চমকের মধ্যেই বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের ১৬১ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে আফগানরা।

সোমবার (১৭ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী।

টস হেরে বোলিং করতে নেমে প্রথম ওভারে দারুণ শুরু করেছিলেন হাসান মাহমুদ, দিয়েছিলেন মাত্র ২ রান। এরপর অবশ্য খানিকটা হাত খুলে খেলার চেষ্টা করেন রহমানুল্লাহ গুরবাজ ও হজরতউল্লাহ জাজাই। তৃতীয় ওভারে হাসানের বলে চার ও ছক্কা মারলেও জাজাইকে থিতু হতে দেননি তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে তাকে ফেরান তিনি।

তাসকিনের ব্যাক অব লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে মোসাদ্দেকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৬ বলে ১৫ রান করা জাজাই। এরপর দ্বিতীয় উইকেটে জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ ও ইম্রাহীম জাদরান। দেখে শুনে দলকে ৫০‍‍`র ওপর নিয়ে যান তারা। সাকিবের ওভারে ছক্কাও হাঁকান গুরবাজ। কিন্তু এর পরের বলেই সফল হন সাকিব।

বাংলাদেশের অধিনায়ককে আবারও ছক্কা হাঁকাতে গিয়ে আফিফ হোসেনের তালুবন্দি হন গুরবাজ। সঙ্গী হারিয়েও ডারউইশ রাসুলিকে নিয়ে দলকে ১০০‍‍`র পথে নিতে থাকেন জাদরান। এগোতে থাকেন হাফ সেঞ্চুরির দিকে। কিন্তু দলীয় ১০০‍‍`র আগে ডারউইশ ও ব্যক্তিগত ৪৬ রানে জাদরান উইকেট ছুঁড়ে দেন হাসান ও তাসকিনকে।

৪ উইকেট হারিয়ে বসা আফগানদের আরও বিপদে ফেলেন নাজিবুল্লাহ জাদরান ও উসমান গনি। দলীয় ১২৭ রানে ৬ উইকেট গেলেও মোহাম্মদ নবি স্কোরবোর্ডে রান বাড়াতে থাকেন। তাসকিনের তৃতীয় শিকার হয়ে আজমতউল্লাহ ওমরজাই ফিরলেও, ৩য় ও ৫ম বলে তাকে ছক্কা হাঁকান নবী।

তাতেই ১৬০‍‍`র ঘরে পৌঁছে যায় আফগানিস্তান। আফগান দলপতির ১৭ বলে ৪১ রানের সুবাদে ১৬০ রানের পুঁজি পায় আফগানরা। যদিও এর আগে একবার আউট হতে পারতেন নবী, কিন্তু তার ক্যাচ ফেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৬১ রান। সাকিব ও হাসান নিয়েছেন ২টি করে উইকেট।

জেডআই/এএল

আর্কাইভ