• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফিফা র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ১১:০২ পিএম

ফিফা র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক

দশকের পর দশক পেরিয়ে যাচ্ছে কিন্তু ছেলেদের ফুটবলে কোনো উন্নতি নেই। ফলে ফিফা র‌্যাংকিংয়ে তলানীতে নামতে নামতে প্রায় ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে জামাল ভূঁইয়াদের দল। তবে দিনকে দিন এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল। গেল মাসেই সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে সাবিনা, কৃষ্ণা, রুপনা আর মারিয়ারা। সে সুবাদে ফিফা র‌্যাংকিংয়ে সাত ধাপ এগিয়েছে বাংলার বাঘিনিরা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মেয়েদের ফুটবলের র‌্যাংকিং সবশেষ হালনাগাদ করেছে ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা। হালনাগাদকৃত সেই  র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে ১৪০তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

বলার অপেক্ষা রাখে না, প্রথমার সাফ জয়ের পুরস্কার হিসেবে র‌্যাংকিংয়ে উন্নতি ঘটেছে বাংলাদেশের মেয়েদের। নেপালে সাফের শিরোপা জেতার পথে এক ম্যাচেও হারেনি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

গ্রুপ পর্বের তিন ম্যাচেই বড় ব্যবধানের জয়ে সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ শিরোপা জয়ের স্বাদ পায় সাবিনা-কৃষ্ণারা।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ