প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ০২:৩৭ এএম
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদে মনোনয়নপত্র জমা দেননি সৌরভ গাঙ্গুলী। বুধবার (১৩ অক্টোবর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তিন বছর বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে উপভোগ করেছেন বলে জানিয়েছেন ভারতের সাবেক এ অধিনায়ক। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গণমাধ্যমকে এ কথা জানান সৌরভ।
এদিন কলকাতা একটি ব্যাংকের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি করেছেন। সেখানে তিনি জানান, খেলোয়াড়ি জীবনের পর বোর্ডের সর্বোচ্চ প্রশাসক হিসেবে দায়িত্ব উপভোগ করেছেন তিনি। তবে জীবনের চক্রে একদিন সকলকেই দায়িত্ব ছাড়তে হয়।
সৌরভ গাঙ্গুলি বলেন, ‘সারা জীবন কেউ প্রশাসক থাকতে পারেন না। সবাইকেই একটা সময় প্রত্যাখ্যাত হতে হয়। আমি সিএবি’র (বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন) প্রেসিডেন্ট ছিলাম পাঁচ বছর। বিসিসিআই-তে থাকলাম তিন বছর। প্রতি সংস্থায় দায়িত্ব পালনের সময়সীমা থাকে। প্রশাসক হিসেবে আমার কার্যকাল উপভোগ করেছি।’
সৌরভ জানান, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তার অনেক সাফল্য রয়েছে। তিনি করোনাকালে সফল আইপিএল আয়োজন করেছেন। কমনওয়েলথে ভারতীয় নারী ক্রিকেট দল রুপা জিতেছে। পুরুষ দলও সাফল্য পেয়েছে। এই সাফল্য, পুরস্কার, প্রত্যাখ্যাত জীবনের চক্র বলে মন্তব্য করেন তিনি।
মহারাজ খ্যাত এই ক্রিকেটার বেঙ্গলবাসী ও তার ভক্তদের জানিয়েছেন যে, সামনে আরও ভালো কিছু আসতে পারে, ‘বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দারুণ মুহূর্ত রয়েছে। কেউ যেমন সারাজীবন খেলে না, প্রশাসকও থাকে না। বিশ্বাস রাখি যে, সামনে আরও বড় মঞ্চে অন্য ভূমিকায় নিজেকে দেখব।’ সাবেক ভারতীয় এই অধিনায়কের আইসিসি’র চেয়ারম্যান হওযার গুঞ্জন রয়েছে। যদিও খুব একটা শক্ত প্রতিদ্বন্দ্বী তিনি নন।
জেডআই/