• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সাফজয়ী নীলাকে কুষ্টিয়ায় সংবর্ধনা

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০৩:১৯ এএম

সাফজয়ী নীলাকে কুষ্টিয়ায় সংবর্ধনা

কুষ্টিয়া প্রতিনিধি

সাফজয়ী নারী ফুটবল দলের খেলোয়াড় নিলুফা ইয়াসমিন নীলাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকালে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে সোহান‍‍`স ভার্সিটি কোচিং-এর পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নীলাকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় নীলার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন সোহান‍‍`স ভার্সিটি কোচিং-এর পরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম সোহানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সোহান‍‍`স ভার্সিটি কোচিং-এর পরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম সোহান বলেন, ‘নীলা আমাদের কুষ্টিয়ার সন্তান হিসেবে আমরা গর্ব করতেই পারি। নারী সাফ চ্যাম্পিয়নশিপে দলের হয়ে শিরোপা জয়ের পাশাপাশি কুষ্টিয়ার এ কীর্তিমান নিলুফা ইয়াসমিন নীলাকে সম্মাননা জানাতে পেরে আমাদের এ প্রতিষ্ঠান ধন্য। আমাদের এই জেলা থেকে এমন কৃতি সন্তান আরও গড়ে উঠুক। আমরা নীলার আরও সাফল্য কামনা করি।’

নিলুফা ইয়াসমিন নীলা বলেন, ‘এবার আমি কুষ্টিয়াবাসীর কাছ থেকে অনেক সম্মান ও ভালোবাসা পেয়েছি। যেদিন থেকে জাতীয় দলে খেলছি সেদিন থেকেই সাফজয়ী হওয়ার প্রবল আকাঙ্ক্ষা ছিল। আমার প্রত্যাশা পূরণ হয়েছে। আমি সবার কাছে দোয়া চাই। যেন দেশকে আরও সম্মানিত করতে পারি।‍‍`

প্রসঙ্গত, সোহান‍‍`স বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ভর্তির স্পেশাল প্রাইভেট প্রোগ্রামের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কুষ্টিয়ায় সুনামের সঙ্গে পরিচালনা করে আসছে।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ