প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২, ০৭:৩৪ পিএম
প্রথম ম্যাচে খেলতে পারেননি, দ্বিতীয় ম্যাচে ছন্দে ছিলেন না। তৃতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন সাকিব আল হাসান, করলেন ৭০ রান। তবুও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচেও হারলো লাল সবুজ দল। নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হেরেছে টাইগাররা। দ্রুত উইকেট হারানোর মূল্য দিতে হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
দল হারলেও দুর্দান্ত খেলেছেন সাকিব। ব্যাটিংয়ে ৪ নম্বরে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। ৪৪ বলে ৭০ রান করেছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। ৮ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। তবে তাঁর দুর্দান্ত ইনিংসটিও কাজে আসেনি।
সাকিব বলেন, `আমরা অনেক বেশি পিছিয়ে নেই। কিছু জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে। বিশ্বকাপে আমাদের দল কেমন হবে সেটা আমরা জানি। আমরা এই সিরিজে সেরা কম্বিনেশন খোঁজার চেষ্টা করেছি। কালকের ম্যাচে আমরা জিততে চেষ্টা করব। এ কারণে কালকের ম্যাচটি গুরুত্বপূর্ণ।`
এবারের ত্রিদেশীয় সিরিজের প্রত্যেকটি ম্যাচেই বড় জুটি গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। কেননা প্রতি ম্যাচেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি। সাকিবের মতে, এরকম আরও কিছু সমস্যার সমাধান পেলেই বিশ্বকাপে লড়াই করবে বাংলাদেশ।
ম্যাচ শেষে তিনি আরও বলেন, `আপনি যখন রান করবেন তখন আমরা ভালো লাগবে। এই উইকেটে আমরা আগের চাইতে ভালো খেলেছি। এটা অন্যগুলো থেকে আলাদা। নিউজিল্যান্ড ভালো সংগ্রহ গড়েছে এবং ম্যাচটিতে আমরা সবসময়ই পিছিয়ে ছিলাম।`
`প্রতি ওভারে ১৫-২০ রান করে নিতে পারলে ভালো হতো। উইকেট হারিয়ে আমরা বিপদে পড়ে গেছি। আপনি যদি আমাদের শেষ তিনটি ম্যাচ দেখেন, তাহলে দেখবেন আমরা টানা উইকেট হারিয়েছে। এ কারণে আমরা মোমেন্টামও পাইনি।`
জেডআই/