• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিসিসিআই’তে সৌরভের স্থলাভিষিক্ত হচ্ছেন রজার বিনি

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২, ১২:১৯ এএম

বিসিসিআই’তে সৌরভের স্থলাভিষিক্ত হচ্ছেন রজার বিনি

ক্রীড়া ডেস্ক

জল্পনা আগেই ছিল। এবার সেটাই সত্যিই হতে চলেছে। সৌরভ গাঙ্গুলী আর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে থাকছেন না। তার জায়গায় কে হচ্ছেন নতুন সভাপতি? দৌড়ে এগিয়ে ছিলেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার রজার বিনি। শোনা যাচ্ছে সৌরভ পরবর্তী বিসিসিআইয়ের হাল ধরছেন তিনিই।

আগামী মঙ্গলবার (১৮ অক্টোবর) ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। প্রেসিডেন্ট ছাড়াও অন্যান্য পদেও নির্বাচন হবে। বুধবার (১২ অক্টোবর) মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিন। সংবাদমাধ্যম সূত্রের খবর, কর্নাটক ক্রীড়া সংস্থা তাদের প্রতিনিধি হিসেবে রজার বিনির নাম প্রস্তাব করবে।

সৌরভ গাঙ্গুলী যে প্রেসিডেন্ট হিসেবে আর নিজের ইনিংস বাড়াবেন না তা আগেই একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দৌড়ে ছিলেন অমিত শাহ পুত্র জয়। বোর্ড সূত্রের খবর, বর্তমান সচিব জয় প্রেসিডেন্ট পদে লড়বেন না, তিনি সচিব পদেই বহাল থাকবেন।

নির্বাচনে ভারতীয় বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন রাজিব শুকলা। ট্রেজারার বা কোষাধাক্ষ্য পদ পেতে পারেন আশিষ সেলার। যুগ্ম-সেক্রেটারি হতে পারেন দেবাজিৎ সাইকিয়া। বোর্ডের গুরুত্বপূর্ণ পদ আইপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান। ওই পদে আসতে পারেন অরুণ সিং ধুমাল। ব্রিজেশ প্যাটেলের বয়স নভেম্বরে ৭০ বছর ছাড়িয়ে যাবে। নিয়ম অনুযায়ী তিনি দায়িত্ব পালন করতে পারবেন না।

সৌরভ গাঙ্গুলির টানা দ্বিতীয়বার বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য আবেদন করতে কোন বাধা ছিল না। বোর্ডে সফল দায়িত্বও পালন করেছেন তিনি। করোনাকালে আইপিএল আয়োজনের সাফল্য দেখিয়েছেন। তবে ভারতীয় সংবাদ মাধ্যমের মতে, সৌরভ আইসিসির চেয়ারম্যান পদে যেতে পারেন। সেজন্য বোর্ডের দায়িত্ব ছাড়ছেন তিনি।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ