প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০৪:১১ এএম
ভাগ্যের সহায়তায় সিঙ্গাপুরকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের যুবারা। ভুটানকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে তুলে নিয়েছিল স্বাগতিক দল। তবে তৃতীয় ম্যাচে শক্তিশালী ইয়েমেনের কাছে পাত্তা পায়নি থমাস পল স্মলির শিষ্যরা। লাল সবুজের যুবারা হেরেছে ৪-০ গোলে।
রোববার (৯ অক্টোবর) রাতে শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় স্বাগতিকদের হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে খেলার টিকিট নিশ্চিত করেছে ইয়েমেন। সমান ম্যাচে দুই জয়, এক হারে বাছাই পর্ব পার হওয়া বাংলাদেশের জন্য বেশ কঠিন হয়ে গেছে।
এদিন ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২৮ মিনিটে তুয়াইকি এগিয়ে দেন ইয়েমেনকে। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নোমান। প্রথমার্ধে যোগ করা সময়ে ৩-০ করেন কাশেম।
বিরতির পর বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল বাংলাদেশের যুবারা। তবে সফল হতে পারেনি তারা। উল্টো ৭৮ মিনিটে আমেরের গোলে ব্যবধান আরও বাড়ায় ইয়েমেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল।
জেডআই/