• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শান্তর উইকেট হারিয়ে ভীষণ চাপে বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ০৭:১৫ পিএম

শান্তর উইকেট হারিয়ে ভীষণ চাপে বাংলাদেশ

প্রতীক ওমর

শান্তর উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়েছে বাংলাদেশ। সাব্বির ৪ ম্যাচ খেলেও নিজেকে মেলে ধরতে পারেননি। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে তার বদলে নাজমুল হোসেন শান্তকে নামায় বাংলাদেশ, সঙ্গী ছিলেন মিরাজ। মিরাজ শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ভালো ইনিংস খেললেও ব্যর্থ হয়েছেন ত্রি-দেশীয় সিরিজের দুই ম্যাচে। ওপেনিং জুটির ব্যর্থতার সুরাহা করতে এশিয়া কাপ থেকে মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানের ওপর দায়িত্ব দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিপক্ষে ১০ রান করার পর নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হলেন ৫ রান করে।

মিরাজের বিদায় সত্ত্বেও শান্তর ব্যাটে পাওয়ার প্লে-র সময়টা ‘ভালোই’ কাটে টাইগারদের। ৬ ওভার শেষে তারা তোলে ৪১ রান। দলীয় ৫৩ রানের মাথায় বিদায় নেন লিটন। ১২ বলে ১৩ রান করেন এ তারকা। অন্য প্রান্তে শান্ত তখন অপরাজিত ২৪ বলে ৩১ রান নিয়ে।

এর পরের ৫ বলে শান্ত ২ রান তুলে আউট হন ইশ সোধির বলে। টাইগারদের দলীয় রান তখন ছিল ৯ ওভারে ৫৯। শান্তর বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। আফিফ হোসেন ও মোসাদ্দেক এসে যেন নিজেদের মানিয়ে নেয়াতেই মনোযোগী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেটে ৬৩ রান তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ৬ রান নিয়ে আফিফ ও ২ রান নিয়ে ব্যাট করছেন মোসাদ্দেক হোসেন।

 বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

এএস/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ