• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভুটানকে ২-০ গোলে হারালো বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২, ০৩:৩০ এএম

ভুটানকে ২-০ গোলে হারালো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রতিপক্ষের খেলোয়াড়ের আত্মঘাতী গোলে সিঙ্গাপুরকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে শুভসূচনা করেছিল বাংলাদেশের যুবারা। তবে দ্বিতীয় ম্যাচে নিজেদের গোলেই জয় পেয়েছে স্বাগতিক দল। শুক্রবার (৭ অক্টোবর) রাতে শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে থমাস পল স্মলির শিষ্যরা।

এই জয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলার সম্ভাবনা এখনো বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। সেই সম্ভাবনাকে বাস্তব করতে হলে শেষ ম্যাচে ইয়েমেনের বিপক্ষে বিশেষ কিছুই করতে হবে ইমরান খানদের।

সিঙ্গাপুর ম্যাচের ভুল শুধরে ভুটানের বিপক্ষে অবশ্য শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। আক্রমণাত্মক ফুটবলে ভুটানের মধ্যে বেশ ভীতিই ছড়াচ্ছিলেন স্বাগতিক ফরোয়ার্ডরা। অতি আক্রমণাত্মক খেলতে গিয়ে ৮ মিনিটে প্রায় গোলই খেয়ে বসেছিল বাংলাদেশ। প্রতি আক্রমণে বাংলাদেশ গোলরক্ষক সোহানুর রহমানকে পরাস্ত শট নিয়েছিলেন কামাল উরাওন। বাংলাদেশের ভাগ্য ভালো, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় কামালের সেই শট।

ভুটান আতঙ্ক ছড়ানোর আগেই গোল খাতা খুলে বসে বাংলাদেশ। ১০ মিনিটে নিচ থেকে আক্রমণ গড়ে ডানপাশ দারুণ এক ক্রস করেন অনূর্ধ্ব-১৭ দলে নবাগত আসাদুল মোল্লা। সেই ক্রসে নাজিম উদ্দিনের হেড ভুটান গোলরক্ষক রিগজিন সোনমের মাথার ওপর দিয়ে জড়ায় জালে।

দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন নাজিম। ভুটান ডিফেন্ডারের ভুলে গোলরক্ষক একা পেয়েও এবার আর জালে জড়াতে পারেননি নাজিম।

এগিয়ে যাওয়ার তৃপ্তি থেকে শুরুর গোছানো ফুটবলের ধারাটা ধরে রাখতে পারেননি বাংলাদেশের ফুটবলাররা। আক্রমণে আসে শিথিলতা, পরিকল্পনায় আসে অগোছালো ভাব।

প্রথম গোলের ৫১ মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। ৭৩ মিনিটে অধিনায়ক ইমরান খানের ফ্রি-কিক থেকে হেডে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন মোলতাজিম আলম হিমেল। ২-০ গোলের স্বস্তি জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

দিনের আরেক ম্যাচে সিঙ্গাপুরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়েমেন। দুই ম্যাচে ১৪ গোল করে বাংলাদেশকে শেষ ম্যাচে বেশ কঠিন চ্যালেঞ্জই দিয়ে রাখল মধ্যপ্রাচ্যের দেশটি।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ