• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাই

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২, ০২:১৭ এএম

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ভাগ্যের সহায়তায় সিঙ্গাপুরকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশের যুবারা। শুক্রবার (৭ অক্টোবর) রাতে শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে আছে পল স্মলির শিষ্যরা।

এদিন ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণে বার বার হানা দেয় বাংলাদেশি যুবারা। গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লাল সবুজ দলের। দশম মিনিটে নাজিমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ডান পাশ থেকে বাদশা মিয়ার দারুণ এক ক্রসে হেডে ভূটানের জালে বল পাঠান নাজিম।

পরের মিনিটেই প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে আবারও দারুণ সুযোগ পায় নাজিম। তবে দুই ডিফেন্ডারকে কাটালেও বল জালে রাখতে পারেননি এই স্ট্রাইকার। প্রথমার্ধে আরও দারুণ কিছু জোরালো আক্রমণ করলেও জালের দেখা না পেয়ে এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশি যুবাদের।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ