• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাংলাদেশ ফুটবলের আলোক বর্তিকা হতে পারে হামজা

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২, ০১:৪৩ এএম

বাংলাদেশ ফুটবলের আলোক বর্তিকা হতে পারে হামজা

প্রতীক ওমর

সম্প্রতি বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে পরিচিত এক নাম হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার একসময় লেস্টার সিটির হয়ে খেলতেন। বর্তমানে ধারে খেলছেন ওয়াটফোর্ডে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন হামজা। সেটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ফুটবলের আলোক বর্তিকা হতে পারে এই ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার। এমন মন্তব্য করেছেন হামজার বর্তমান ক্লাব ওয়াটফোর্ডের কোচ রব অ্যাডওয়ার্ডস।

হামজার এমন ইচ্ছাপ্রকাশে আশা দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে সাতটি ম্যাচ খেলা হামজাকে দলে পেতে ইতোমধ্যে তার ক্লাব লেস্টারকে চিঠি পাঠিয়েছে বাফুফে। এ বিষয়ে গণমাধ্যমকে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, আমরা হামজা চৌধুরীকে পেতে তার ক্লাবের রীতি মেনে লেস্টারকে চিঠি দিয়েছি। ইংলিশ লিগের নিয়মানুযায়ী কোনো ফুটবলারের সঙ্গে কথা বলতে হলে ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে হয়।

এদিকে হামজার বর্তমান ক্লাব ওয়াটফোর্ডের কোচ রব অ্যাডওয়ার্ডস মনে করছেন, এই ফুটবলার যদি বাংলাদেশের হয়ে খেলেন, তবে সেটা এই দেশের উঠতি ফুটবলারদের জন্য সুখবর হবে। তরুণরা অনেক কিছু শিখতে পারবে হামজার থেকে।

ওয়াটফোর্ডের ভাষ্যে, আমি মনে করি হামজা যে আগ্রহ (বাংলাদেশের হয়ে খেলা) প্রকাশ করেছে, সেটি হলে খুব ভালো হবে। সে বাংলাদেশের ফুটবলের আলোক বর্তিকা হতে পারে। এ ছাড়াও ওর কাছ থেকে অন্যরা অনুপ্রাণিত হবে, শিখতেও পারবে।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ