• ঢাকা রবিবার
    ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

হার দিয়েই শুরু বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ০৬:১৯ পিএম

হার দিয়েই শুরু বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ

প্রতীক ওমর

হার দিয়েই শুরু করল টাইগাররা ত্রিদেশীয় সিরিজ । প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে ধরাশায়ী হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

জয়ের লক্ষ্য ছিল ১৬৮। স্কোরটা চ্যালেঞ্জিং না হলেও বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে ৮ উইকেটে ১৪৬ রানে। ব্যাট হাতে ঝলক দেখান ইয়াসির আলী রাব্বী। তবে ফিফটির দেখা পাননি। ২১ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪২ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থেকে যান।

ব্যাট হাতে লড়াই করেন লিটন দাসও। স্কোরটা তার বড় হয়নি। ২৬ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন ৩৫ রানের ছোট্ট একটা কার্যকর ইনিংস। সঙ্গে আফিফ হোসেন যোগ করেন ২৫ রান। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট শিকার করেন মোহাম্মদ ওয়াসিম। দুটি উইকেট নেন মোহাম্মদ নওয়াজ।

তার আগে জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাকিস্তান। ব্যাট হাতে ফিফটি হাঁকিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। তারকা এ ওপেনারের ব্যাটের ওপর ভর করেই ৫ উইকেট হারিয়ে ১৬৭ রানের লড়াকু পুঁজি পেয়েছে বাবর আজমরা।

রিজওয়ান ৫০ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। শান মাসুদের ব্যাট থেকে আসে ৩১ রান। আর ২২ রান এনে দেন ক্যাপ্টেন বাবর।

বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছে বাংলাদেশ। টস জিতেই ফিল্ডিং বেছে নিয়েছে টাইগাররা।

এএস

আর্কাইভ