• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাকিব ছাড়াই পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ০৩:৪৮ পিএম

সাকিব ছাড়াই পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

প্রতীক ওমর

সাকিব আল হাসান একদিন আগে যুক্তরাষ্ট্র থেকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গিয়ে পৌঁছেছেন। আজ পাকিস্তানের বিপক্ষে তিনি খেলবেন কি না, তা নিয়ে সন্দেহ ছিল। শোনা গিয়েছিল, বৃহস্পতিবার পৌঁছার পর শুক্রবারই খেলতে নামবেন সাকিব। টসের সময়ই মিলল সে প্রশ্নের উত্তর। পাক অধিনায়ক বাবর আজমের সঙ্গে বাংলাদেশ অধিনায়ক হিসেবে টস করতে নামলেন নুরুল হাসান।

কালই নিউজিল্যান্ডে পৌঁছেছেন বলে সাকিবকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি বাংলাদেশ। সামনেই তো বিশ্বকাপ! তাই অধিনায়ক হিসেবে ফটোসেশনে যাওয়া নুরুল হাসানই গেলেন টসে।

টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নুরুল। বাবর আজমের পাকিস্তান ব্যাট করবে আগে।

বাংলাদেশ একাদশ:

নুরুল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

এএস/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ