• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখবেন যেভাবে

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ০১:০৮ এএম

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখবেন যেভাবে

প্রতীক ওমর

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না ক্রিকেট প্রেমীদের। তার আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজ খেলবে স্বাগতিক নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তান। শুক্রবার (৭ অক্টোবর) সকালে ক্রাইস্টচার্চে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

বাংলাদেশ সময়ে সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি। টাইগার ভক্তদের জন্য খেলাটি সরাসরি দেখার সুযোগ থাকছে।

বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল এবং একমাত্র স্পোর্টস চ্যানেল ‘টি-স্পোর্টস’ ক্রাইস্টচার্চ থেকে খেলাটি সরাসরি দেখাবে। ত্রিদেশীয় সিরিজটি ৭ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে। প্রতিটি ম্যাচই দেখা যাবে টি-স্পোর্টসের পর্দায়।

জেডআই/

 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ