• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অভিষেকেই হ্যাটট্রিক করলেন বাংলাদেশের তৃষ্ণা

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ১০:১১ পিএম

অভিষেকেই হ্যাটট্রিক করলেন বাংলাদেশের তৃষ্ণা

প্রতীক ওমর

চলমান নারী এশিয়া কাপ ক্রিকেটে নিজের অভিষেক রাঙালেন ফারিহা তৃষ্ণা। পরপর তিন বলে তিন উইকেট নিয়ে অভিষেকে হ্যাটট্রিকের অনন্য নজির গড়লেন বাংলাদেশের এই পেসার। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মালয়েশিয়ার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আগে ব্যাট করতে নেমে মুর্শিদা খাতুন ও অধিনায়ক জ্যোতির জোড়া হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক পেসার ফারিহা তৃষ্ণার তোপের মুখে পড়ে মালয়েশিয়া। টানা তিন উইকেট শিকার করে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিলেন বাংলাদেশ নারী দলের বাঁহাতি পেসার।

মালয়েশিয়ার ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ওপেনার উইনফ্রেড দুরাইসিংহাম, তৃতীয় বলে মাস এলিসা এবং চতুর্থ বলে মাহিরাহ ইজ্জতি ইসমাইলকে আউট করেন ফারিহা তৃষ্ণা। মালয়েশিয়ার তিন ব্যাটারকেই বোল্ড  করেন তিনি। 

মাত্র দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন ফারিহা। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২০১৮ সালে এমন কীর্তি ছিল ফাহিমা খাতুনের।

এই প্রতিবেদন লেখার সময় মালয়েশিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৩৮ রান।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ