• ঢাকা রবিবার
    ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১
এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাই

গোল দিল সিঙ্গাপুর, জিতলো বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০৩:১৪ এএম

গোল দিল সিঙ্গাপুর,  জিতলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ভাগ্যের সহায়তায় সিঙ্গাপুরকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশের যুবারা। বুধবার (৫ অক্টোবর) রাতে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অতিথিদের ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক দল।

ম্যাচে গোল হয়েছে ৩টি। সবকটি গোলই করেছে সিঙ্গাপুর। দুই গোল নিজেদের জালে, অন্যটি বাংলাদেশের জালে। সিঙ্গাপুরের দুই আত্মঘাতী গোলে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটে সিঙ্গাপুর গোলরক্ষক আইজ্যাক লি বাধা হয়ে না দাঁড়ালে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। ফরোয়ার্ড নাজিম উদ্দিনের শট আটকে যায় প্রতিপক্ষ গোলরক্ষকের গায়ে।

অবশ্য ১০ মিনিটেই সাফল্য তুলে নেয় বাংলাদেশের যুবারা। বক্সের বাইরে থেকে নাজিম উদ্দিন ক্রস করেছিলেন বক্সে থাকা মিরাজুল ইসলামের দিকে। নাজিমের সেই ক্রস বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়ান সিঙ্গাপুর ডিফেন্ডার ব্রেয়ডেন গোহ।

১৫ মিনিটে আবার সুযোগ বাংলাদেশের সামনে। ডানপ্রান্ত থেকে মিরাজুলে কোনাকুনি শট ঠেকান প্রতিপক্ষ গোলরক্ষক। ২০ মিনিটে অল্পে রক্ষা বাংলাদেশের। সিঙ্গাপুর মিডফিল্ডার জোনান টানের কাটব্যাক বাংলাদেশ অধিনায়ক ইমরান খানের পায়ে লেগে পোস্টে ঢোকার মুখে হেডে বিপদমুক্ত করেন সিরাজুল ইসলাম রানা।

২৬ মিনিটে মিরাজুলের বাঁকানো ফ্রি-কিক অল্পের জন্য খুঁজে পায়নি জাল। পরের মিনিটের মিরাজের আরেকটি শট ফেরান সিঙ্গাপুর গোলরক্ষক। বাংলাদেশের আক্রমণ ঠেকিয়ে প্রতিআক্রমণে পরের মিনিটে সমতায় ফেরে সিঙ্গাপুর। রাসুল রামলির পাস থেকে ২৮ মিনিটে মুহাম্মদ শাইজোয়ান দূরপাল্লার শটে হার মানেন বাংলাদেশ গোলরক্ষক সোহান।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই দুই পক্ষে উত্তেজনা।। আগ্রাসী হয়ে হলুদ কার্ড দেখেন মিরাজুল ইসলাম। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে কার্ড দেখেন সিঙ্গাপুর কোচ আনহেল তোলেডানোও। এই অর্ধের ৭৮ মিনিটে বেশ জোরের সঙ্গেই এক শট নিয়েছিলেন মুর্শেদ আলী। মুর্শেদের বাঁ পায়ের জোরালো শট অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। পরের মিনিটেই চোট নিয়ে বাংলাদেশ অধিনায়ক ইমরান খান।

নির্ধারিত নব্বই মিনিট শেষে অতিরিক্ত ৮ মিনিটের মাথায় আত্মঘাতী গোলের দেখা পায় বাংলাদেশ। রাতুলের লম্বা থ্রো থেকে সিঙ্গাপুরের এক ফুটবলারের মাথায় লেগে বল যাচ্ছিল পোস্টের দিকে। সিঙ্গাপুর গোলকিপার আইজ্যাক লি হাওয়ায় ভাসানো বল গ্রিপে নিতে না পারায় বল চলে যায় জালে। এতে আনন্দে ভাসে বাংলাদেশের যুবারা। এই জয়ে এশিয়ান কাপ বাছাইয়ের মুল পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখল বাংলাদেশ। 
দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়েমেন।

বাছাই পর্বে ১০ গ্রুপে খেলছে ৪৪টি দল। চার গ্রুপে পাঁচটি করে, বাকি ছয় গ্রুপে চারটি করে দল লড়ছে। ১০ গ্রুপ চ্যাম্পিয়ন ও ছয় সেরা রানার্সআপ দল উঠবে মূল পর্বে। প্রতিদিন দুটি করে ম্যাচ মাঠে গড়াবে, প্রথমটি বিকাল চারটায়, দ্বিতীয়টি সন্ধ্যা সাতটায়।

জেডআই/

আর্কাইভ