• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

সেই চিলির মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা

প্রকাশিত: জুন ১৪, ২০২১, ০১:১২ পিএম

সেই চিলির মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

কোপা আমেরিকা ফুটবলে আর্জেন্টিনার কাছে এক দুঃস্বপ্নের নাম চিলি। গত দুই আসরে মেসিদের বড্ড ভুগিয়েছে তারা। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের ফাইনালে অ্যালেক্সিস সানচেজদের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে আর্জেন্টাইনদের। এবার অবশ্য চোটের কারণে শুরুতেই এই তারকাকে পাচ্ছে না চিলি। সানচেজবিহীন চিলির বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করতে চায় কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা।

সোমবার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় রিও ডি জেনিরোর নিল্টন সান্তোস স্টেডিয়ামে শুরু হবে খেলাটি। 

ব্রাজিলের করোনা সংক্রমণ বাড়তে থাকায় দর্শকবিহীন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলা। এই টুর্নামেন্টের শিরোপাও ২৮ বছর ধরে সোনার হরিণ হয়ে আছে আর্জেন্টাইনদের জন্যও। মেসির নেতৃত্বে ২০১৫ ও ২০১৬ সালে পরপর দুটি কোপার ফাইনালে আর্জেন্টিনাকে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছিল চিলির কাছে। এই ম্যাচে জয় দিয়ে ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে চায় আর্জেন্টিনা। পূর্ব অভিজ্ঞতা থেকেই চিলির বিপক্ষে বাড়তি সতর্কতা অবলম্বন করছে আর্জেন্টিনা।

গত ৪ জুনই চিলির সঙ্গে খেলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচটা শেষ হয় ১-১ ড্রয়ে। মেসির গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনাকে জয় বঞ্চিত করেন চিলির ইন্টারমিলান তারকা অ্যালেক্সিস সানচেজ। তবে মেসি-সানচেজ দ্বৈরথটা অবশ্য এ যাত্রায় দেখা যাবে না। অনুশীলনে পাওয়া চোটের কারণে গোটা গ্রুপপর্বই বিশ্রামে থাকতে হচ্ছে ৩২ বছর বয়সী সানচেজকে। চিলি ফুটবল ফেডারেশন থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সানচেজ অনুশীলন সেশনে পেশির চোটে পড়েছেন। তিনি পুরোপুরি সুস্থ হতে কোপা আমেরিকার গ্রুপ পর্ব পেরিয়ে যাবে। সে কারণে তাকে জাতীয় দলের মেডিকেল স্টাফদের সঙ্গে চিলিতেই থাকার পরামর্শ দেয়া হয়েছে।

অপরদিকে লিওনেল মেসির ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে কেটে গেছে ১৬টি বছর। একবার বিশ্বকাপ ফাইনাল, দুবার কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেও ছোঁয়া হয়নি শিরোপা। বিশাল এই শূন্যতা কি কখনই কাটবে না এই ফুটবল জাদুকরের? এমন প্রশ্ন নিয়ে আবারও একটি শিরোপায় চোখ রেখে আজ অভিযান শুরু করতে যাচ্ছেন মেসি। 

আর্জেন্টিনার সেরা একাদশ নিয়ে শুরু হয়ে গেছে গুঞ্জন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে দাবি করেছে ৯ জুন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে খেলা একাদশই দেখা যাবে চিলির বিপক্ষে। তার মানে সেই ম্যাচ জিততে জিততে ২-২ গোলে ড্র করা আর্জেন্টিনা আজও পাবে না ফরোয়ার্ড ক্রিস্চিয়ান রোমেরোকে। তবে গোলকিপার ফ্রাঙ্কো আরমানির করোনামুক্ত হয়ে ফেরাটা আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির জন্য বড় স্বস্তির। সানচেজের অনুপস্থিতিতে চিলির হয়ে গোলের মূল দায়িত্বটা বর্তাচ্ছে এদুয়ার্দো ভার্গাসের ওপর। আর মেসিকে থামাতে সদা তৎপর থাকতে হবে অভিজ্ঞ ক্লাউদিও ব্রাভো, গ্যারি মেডেল ও মাউরিসিও ইসলাকে নিয়ে গড়া চিলির রক্ষণভাগকে।

জেডআই/সবুজ/এএমকে

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ