• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিশ্বকাপ থেকে ছিটকে গেল বুমরাহ

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ০৮:৪১ এএম

বিশ্বকাপ থেকে ছিটকে গেল বুমরাহ

প্রতীক ওমর

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল জসপ্রিত বুমরাহর। পিঠের চোটের কারণে তৈরী হয়েছিলো শংকা। তবুও ভারতীয় ক্রিকেট বোর্ড আশা করেছিল চোট থেকে সেরে উঠে খেলতে পারবেন এই পেস বোলার। কিন্তু ভাগ্য সহায় হয়নি বুমরাহর। ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে। 

সোমবার (৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বুমরাহর।

এর আগে চোটের কারণে এশিয়া কাপেও খেলা হয়নি বুমরাহর। চোট কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেও আবারো চোট পান এই পেস বোলার। চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলা হয়নি তাঁর।

অস্ট্রেলিয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পেস আক্রমণে ভরসা ছিলেন বুমরাহ। বুমরাহর বদলি হিসেবে শিগগিরই নতুন কাউকে ডাকবে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু পেস বোলিং কন্ডিশনে বুমরাহকে না পাওয়ায় খানিকটা ধাক্কা খেল ভারত।

 

এসএএস

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ