• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
নারী এশিয়া কাপ

থাইল্যান্ডকে বিধ্বস্ত করে মিশন শুরু টাইগ্রেসদের

প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ০৫:২৭ পিএম

থাইল্যান্ডকে বিধ্বস্ত করে মিশন শুরু টাইগ্রেসদের

ক্রীড়া প্রতিবেদক

নারী এশিয়া কাপ টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। শিরোপা ধরে রাখার মিশনে উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শনিবার (১ অক্টোবর) সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুই দল । টস জিতে আগে ব্যাট করতে নামে থাই মেয়েরা। কিন্তু টাইগ্রেস বোলার সামনে দাড়াতে পারেননি তারা। একের পর এক উইকেট হারিয়ে ১৯ ওভার ৪ বলে ৮২ রানে থেমে যায় থাইল্যান্ডের ইনিংস।

এদিন দলীয় ১৩ রানে নান্নাপাটকে হারায় থাইল্যান্ড। ১৬ রানে থাই অধিনায়ককে ফিরিয়ে দলটিকে দ্বিতীয় ধাক্কা দেন সোহেলী আক্তার। দলীয় ৫৪ রানে তৃতীয় উইকেট হারায় থাই মেয়েরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ২০ ওভারের ২ বল বাকি থাকতে ৮২ রানে অলআউট হয়ে যায় থাইল্যান্ড।

বাংলাদেশের পক্ষে রোমানা ৩টি, নাহিদা, সানজিদা ও সোহেলি ২টি করে এবং সালমা খাতুন একটি উইকেট লাভ করেন।

থাইল্যান্ডের দেয়া মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮.১ ওভারে ৬৯ রান তুলে ফেলে শামিমা সুলতানা ও ফারজানা হক। ৩০ বলে ১০ চারে ৪৯ রানের ইনিংস খেলে শামিমা বোল্ড হলে ভাঙে জুটি।

বাকি কাজটা কোনও ঝামেলা ছাড়াই শেষ করেন ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফারজানা ২৬ রানে ও জ্যোতি ১০ রানে অপরাজিত থাকেন।

থাইল্যান্ডের হয়ে একমাত্র উইকেটটি নেন থিপাচা পুত্থাওং।

 

বাংলাদেশ দল

শামিমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রোমানা আহমেদ, সোবহানা মোশতারি, রিতু মনি, সালমা খাতুন, নাহিদা আক্তার, সোহেলি আক্তার, সানজিদা আক্তার মেঘলা ও জাহানারা আলম।

 

থাইল্যান্ড দল

নান্নাপাট কনচারোয়েঙ্কাই (উইকেটরক্ষক), নাত্তাকান চান্টাম, নারুয়েমল চাওয়াই (অধিনায়ক), ফান্নিটা মায়া, চানিদা সুথিরুঙ্গা, ওনিচা কামচমফু, সোর্ননারিন টিপ্পোচ, নাট্টায়া বুচাথাম, রোসেনান কানোহ, থিপাচা পুত্থাওং ও সুলিপুর্ন লাউমি।

এআরআই

আর্কাইভ