প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ০৮:২৪ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দল থেকে বাদ পড়লেও বিশ্বকাপগামী সতীর্থদের জন্য দোয়া করলেন মাহমুদউল্লাহ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দেশের হকির প্রথম ফ্র্যাঞ্চাইজি আসর `হকি চ্যাম্পিয়ন্স ট্রফির` লোগো উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সেখানেই তার কাছে উপস্থিত সাংবাদিকরা জানতে চান, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার কথা। মাহমুদউল্লাহ নিজের বাদ পড়া নিয়ে আজও মুখ বন্ধ রাখলেন। তবে বিশ্বকাপগামী দলকে জানিয়েছেন শুভকামনা।
মাহমুদউল্লাহ বলেন, `প্রত্যাশা তো সবসময়ই থাকে। আমি বিশ্বাস করি, দল ভালো করবে (বিশ্বকাপে)। আমার শুভকামনা সবসময়ই থাকবে। দোয়া করি, আমাদের দল যেন ভালো করে। ` তখন তার কাছে জানতে চাওয়া হয়, কতটা ভালো তিনি আশা করেন? জবাবে মাহমুদউল্লাহর পাল্টা প্রশ্ন, `আপনাদের প্রত্যাশা কেমন?` কয়েকজন সাংবাদিক তখন বলেন, `চ্যাম্পিয়ন হতে চাই। ` তাদের সঙ্গে সুর মিলিয়ে মাহমুদউল্লাহর বক্তব্য, `আমিও চাই চ্যাম্পিয়ন হতে চাই, কেন নয়!`
দল থেকে বাদ পড়ার পর সেভাবে প্রকাশ্যে আসেননি মাহমুদউল্লাহ। টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে তাকে নিয়ে আর ভাবছে না বিসিবি। মাহমুদউল্লাহ এখন শুধু ওয়ানডেতেই আছেন।
এসএএস