• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

লিগ খেলতে মালদ্বীপে গেলেন সাবিনা

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৬:১২ পিএম

লিগ খেলতে মালদ্বীপে গেলেন সাবিনা

প্রতীক ওমর

বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে আগেই বিদেশি লিগে হয়েছে সাবিনা খাতুনের। ওমেন লিগে খেলতে আরও একবার মালদ্বীপে গেলেন বাংলাদেশের সাফজয়ী অধিনায়ক। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

সাবিনার সঙ্গে এবার খেলতে যাচ্ছেন জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। দু‍‍`জনই খেলেন বসুন্ধরা কিংসের হয়ে। মালদ্বীপে খেলবেন ধিবেহি সিফাইং ক্লাবে, যেটা দেশটির ডিফেন্স ফোর্সের ক্লাব। এর আগেও তিন বার একই ক্লাবের হয়ে খেলেছিলেন সাবিনা।

আগেও বেশ কয়েকবার মালদ্বীপের লিগে খেলছেন সাবিনা খাতুন। এবারের যাত্রাটা একটু ভিন্ন। দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে যাচ্ছেন। মালদ্বীপে নারী ফুটসাল লিগে খেলবেন সাবিনা। এই টুর্নামেন্টটি প্রায় এক মাসের।

সাবিনারা সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছিলেন ২১ সেপ্টেম্বর। এর পর এক সপ্তাহ নানা সংবর্ধনা গ্রহণ করেছেন। ২৮ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের নারী ফুটবলাররা ছুটিতে আছেন। মারিয়ারা বাড়িতে গেলেও সাবিনা দেশের বাইরে লিগ খেলতে গিয়েছেন।

২০১৫ সালে প্রথম মালদ্বীপের ডিফেন্স ফোর্সের হয়ে খেলতে যান। তার এক বছর পর খেলেন ধিবেহি সিফাইং ক্লাবে। মালদ্বীপ ছাড়াও সাবিনা খেলেছেন ভারতের ঘরোয়া ফুটবলে। ২০১৮ সালে তিনি সেথু এফসিতে খেলে সবাইকে মুগ্ধ করেছিলেন। তখন ৭ ম্যাচে ৬ গোল করেছিলেন সাবিনা।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ