• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইংল্যান্ডকে ৫ রানে হারালো পাকিস্তান

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৮:০৫ এএম

ইংল্যান্ডকে ৫ রানে হারালো পাকিস্তান

প্রতীক ওমর

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৫ রানে হারালো পাকিস্তান। সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে বুধবার (২৮ সেপ্টেম্বর) ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান।

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে চমক দেখাতে পারেনি পাকিস্তান। উড, উইলি এবং কারানের বোলিং তাণ্ডবে ১৯ ওভারে ১৪৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন মোহাম্মদ রিজওয়ান।

রিজওয়ান ছাড়া আর মাত্র দুই ব্যাটসম্যান দুই অঙ্কে পৌছাতে পেরেছেন। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নিয়েছেন মার্ক উড। এ ছাড়াও দুইটি করে উইকেট পেয়েছেন উইলি ও কারান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হচট খায় ইংলিশরা। প্রথম ওভারেই অ্যালেক্স হেলসকে প্যাভিলিয়নে ফেরান মোহাম্মদ নাওয়াজ। এরপর তৃতীয় ওভারে সল্ট কাঁটা পড়েন রান আউট হয়ে। তখন দলের রান কেবল ১৯। 

এরপর একে একে বিদায় নিলেন মালান, ডকেট ও ব্রুক। হারের দিকে এগোতে থাকে ইংল্যান্ড। তবে ব্যাট জমিয়ে দাঁড়িয়ে ছিলেন মঈন আলি। শেষ দিকে দলের হাল ধরে জয়ের আশা কিছুটা বাঁচিয়ে রেখেছিলেন। শেষ ওভারে ১৫ রান লাগলেও, ইংল্যান্ড নিতে পারে ৯ রান। মঈন আলি অপরাজিত ছিলেন ৩৭ বলে ৫১ রানে। আর ইংল্যান্ড শেষ পর্যন্ত হারে ৫ রানে।

ইংল্যান্ডের বিপরীতে পাকিস্তানের সকল বলারদের ঝুড়িতে ছিলো একটি করে উইকেট। দুই উইকেট পেয়েছেন হারিস রাউফ।

সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল ইংল্যান্ড, এর পরের ম্যাচ জয় পেয়েছিলো পাকিস্তান। তৃতীয় ম্যাচে ইংল্যান্ড জয় পেয়ে সিরিজে এগিয়ে যায়। তবে তার পরের দুই ম্যাচ স্বাগতিকরা জিতে এখন ৩-২ ব্যবধানে সিরিজ এগিয়ে আছে। সিরিজের ষষ্ঠ ম্যাচ শুক্রবার (৩০ সেপ্টেম্বর)। 

 

এসএএস

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ