• ঢাকা রবিবার
    ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

আমিরাত জয় করে দেশে ফিরলো টাইগাররা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৮:৩৫ পিএম

আমিরাত জয় করে দেশে ফিরলো টাইগাররা

প্রতীক ওমর

ক্রমেই ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয়ও সিরিজ খেলবে টাইগাররা। তার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের একটু পরখ করে নিল লাল সবুজ দল। দুই ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে নুরুল হাসান সোহানের দল। দুবাই জয় করে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন বাংলাদেশ দল।

সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অধিনায়ক নুরুল হাসান সোহান গণমাধ্যমে জানিয়েছেন এমন জয় দলকে বুস্ট আপ করবে। একইসঙ্গে বিশ্বকাপের আগে এমন অনুশীলনের সুযোগ সুবিধা পরবর্তীতে কাজে দিবে।

তিনি বলেন, ‘কোন আসরের আগে এ রকম ক্যাম্প এবং এরকম সুযোগ সুবিধা অবশ্যই আমাদের সকলের কনফিডেন্ট অনেক বাড়িয়ে দিয়েছে। কারণ ওখানে আমরা পর্যাপ্ত অনুশীলনের সুবিধা পেয়েছি। আমার কাছে মনে হয় প্রিপারেশনটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ।’

সোহান আরো যোগ করেন, ‘টি-টোয়েন্টিতে আমার কাছে মনে হয় অনেক সময় বড় রান করা থেকে স্ট্রাইক রেট পরিস্থিতি অনুযায়ী রানটা অনেক গুরুত্বপূর্ণ থাকে। আসলে আমাদের সবার লক্ষ্য ওটায় ছিল। প্রতিদিন একরকম হবে বিষয়টা এমন না। বিশ্বকাপের মতো বড় আসরের আগে এমন অনুশীলনের সুযোগ সুবিধা পেয়েছি যা দলের সবার জন্য বুস্ট আপ করবে এবং কনফিডেন্ট দেবে।’

জানা গেছে, আগামী ২ অক্টোবর আবারো নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। সেখানে পৌঁছে ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করবে বাংলাদেশ দল।

জেডআই/

আর্কাইভ