প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০১:৫৪ এএম
সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে আগেই লিড নিয়েছে টাইগাররা। আজ জিতলে সিরিজ নিশ্চিত হবে লাল সবুজ দলের। তবে প্রথম ম্যাচের মতো সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও টস হেরেছেন বাংলাদেশ দলপতি। ফলে আবারও আগে ব্যাটিং করতে হচ্ছে সফরকারিদের।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুবাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক।
সিরিজ নির্ধারণী ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করার লক্ষ্যে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। বাদ পড়েছেন দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। তাদের বদলে দলে এসেছে এবাদত হোসেন ও তাসকিন আহমেদ। সাব্বির রহমানকে ব্যর্থ হওয়া সত্ত্বেও আরেকটি সুযোগ দেয়া হয়েছে।
বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।
আরব আমিরাতের একাদশ : মোহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, রিজওয়ান (অধিনায়ক), ভৃত্য অরবিন্দ, বাসিল হামিদ, সাবির আলী, কার্তিক মেইয়াপ্পান, আরিয়ান লাকরা, জহুর খান, জাওয়ার ফরিদ ও আয়ান খান।
জেডআই/