• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শেষ টি-টোয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২, ১০:১৮ পিএম

শেষ টি-টোয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। ইতোমধ্যে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হারিয়ে লিড নিয়েছে টাইগাররা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুবাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আমিরাতের মুখোমুখি হবে নুরুল হাসান সোহানের দল।

সিরিজ নির্ধারণী ম্যাচে নিজেদের একাদশে পরিবর্তন আনবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে দুবাইয়ে উড়াল দিয়েছিল টাইগার ক্রিকেটাররা। সেখানে অনুশীলন ক্যাম্পের পাশাপাশি দুই ম্যাচের সিরিজও খেলছে দল। তবে এই সিরিজে দলের ক্রিকেটারদের পরখ করার পরিকল্পনা টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের।

টাইগার একাদশে ওপেনিং পজিশনে এখনও আগের মতো ভঙ্গুর অবস্থা রয়েছে। মেক শিফট ওপেনার সাব্বির রহমান এবং মেহেদী মিরাজও দুই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি। বিশেষ করে সাব্বির। দুই ম্যাচের একটিতে করেছেন ৫, অন্য ম্যাচে তো রানের খাতাই খুলতে পারেননি।

এদিকে দলের রিজার্ভ বেঞ্চে থাকা সৌম্য সরকার আছেন স্কোয়াডে। যাকে নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট।মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মাঠে নামতেও পারেন এই বাঁহাতি ওপেনার। এদিকে বোলারদের মধ্যে রিজার্ভে থাকা শরিফুল ইসলামকে বাজিয়ে দেখেছে ম্যানেজমেন্ট। শেষ ম্যাচে মাঠে নামতে পারেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা তাসকিন আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান/সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ