• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

তামিমের ব্যাট জেতাতে পারল না প্রাইম ব্যাংককে

প্রকাশিত: জুন ১৩, ২০২১, ০৭:৩৯ পিএম

তামিমের ব্যাট জেতাতে পারল না প্রাইম ব্যাংককে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) টি-টোয়েন্টিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৩২ রানে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন তামিম এবং দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন মিঠুন।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাট করে ঢাকা আবাহনী। মুনিম শাহরিয়ারের অপরাজিত ৯২ রানের সুবাদে স্কোর বোর্ডে ১৮৩ রান তোলে তারা। মোহাম্মদ নাঈম ২৯ এবং নাজমুল হোসেন শান্ত করেন ৩০ রান। তাতে তামিম-এনামুলদের প্রাইম ব্যাংক লিমিটেডের সামনে দাঁড়ায় বড় রানের লক্ষ্য। 

আবাহনীর দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে প্রাইম ব্যাংক। তৃতীয় ওভার চলাকালীন প্রথম বলেই রনিকে সাজঘরে ফেরান সাইফউদ্দিন। পরে তামিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় প্রাইম ব্যাংক। এনামুলকে সঙ্গে নিয়ে বড় লক্ষ্য তাড়া করতে যেভাবে ব্যাটিং করা দরকার, তেমনটাই করার চেষ্টা করছিলেন তামিম। দ্বিতীয় উইকেট জুটিতে ৫৩ রান তোলেন তামিম। একপাশে তামিম আগ্রাসী ব্যাটিং করলেও অন্যপাশে ধীরগতির এনামুল হককে সাজঘরে ফেরান লেগ স্পিনার আমিনুল ইসলাম। 

১৩ বলে ১১ রান করা এনামুলের বিদায়ের পর সাজঘরে ফেরেন ফিফটি হাঁকানো তামিমও। আরাফাত সানির বলে ৪১ বলে ৫৫ রান করে সাজঘরে ফেরেন এ ওপেনার। তামিমের বিদায়ের পর বড় লক্ষ্য তাড়া করার কাজটা কঠিন হয়ে দাঁড়ায় প্রাইম ব্যাংকের জন্য। ৯৬ রানে চার উইকেট হারালে ম্যাচ তখন অনেকটাই আবাহনীর নিয়ন্ত্রণে চলে যায়।

শেষ ৩০ বলে প্রাইম ব্যাংকের প্রয়োজন ছিল ৭৪ রান। ১৬ ওভার শেষে বৃষ্টির হানায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ম্যাচ। বৃষ্টি থেমে ম্যাচ শুরু হলে দারুণ খেলতে থাকা মিঠুন থামেন দুর্ভাগ্যজনকভাবে। ১৭তম ওভারে পঞ্চম বলটিতে সুইপ করতে গিয়ে সাকিবের বলটি স্ট্যাম্পে স্পর্শ করে। ফলে ৩৪ রানেই থামে তার ইনিংস।

শেষ পর্যন্ত ১৪২ রানেই থামে প্রাইম ব্যাংকের ইনিংস। সর্বোচ্চ দুটি করে উইকেট লাভ করেন তানজিম সাকিব ও আমিনুল ইসলাম এবং একটি করে উইকেট লাভ করেন সাইফউদ্দিন ও আরাফাত সানি।

হাসিব/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ