প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৫:৫২ এএম
কয়েক দিন আগে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। সাফ চ্যাম্পিয়নশিপে গড়েছেন ইতিহাস। ট্রফি নিয়ে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজসিক সংবর্ধনা পেয়েছেন সাবিনা, কৃষ্ণারা। সেখান থেকে ছাদখোলা বাসে বাঘিনিদের নিয়ে আসা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। সোমবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এ জন্য জোটকে ধন্যবাদ জানিয়েছেন কৃষ্ণা রানী সরকার।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে কৃষ্ণা লিখেছেন, হে জয়ী, হে নারী, হে তরুণী, হে বাঙালী, হে মানুষ বাঙালীর শপথের স্মৃতি সাক্ষী কেন্দ্রীয় শহীদ মিনারে তোমাদের স্বাদর সম্ভাষণ। ধন্যবাদ জানাই সম্মিলিত সাংস্কৃতিক জোটকে সম্বর্ধনা দেয়ার জন্য।
সানজিদা আকতার লিখেছেন, সাফ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২২` এর অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায়, আজকে সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদেরকে সংবর্ধনা প্রদান করেন। "সম্মিলিত সাংস্কৃতিক জোট" এর সম্মানিত সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই
উল্লেখ্য, সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ দল।
জেডআই/