প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৫:৪১ এএম
দেশে প্রথমবারের মতো বসতে যাচ্ছে নারী এশিয়া কাপের আসর। ১ অক্টোবর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে এশিয়ার মেয়েদের বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই থাইল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। তার চারদিন আগে চূড়ান্ত স্কোয়ার্ড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত সবশেষ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ঘরের মাঠে খেলতে যাওয়া বাংলাদেশ দলের সদস্য সংখ্যা ১৫ জন। আরও চার ক্রিকেটারকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে। সাত দল নিয়ে আয়োজিত এই আসরে বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে। একইদিন মাঠে নামবে ভারত ও শ্রীলঙ্কা।
আগামী ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সিলেটে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট আউটলেট স্টেডিয়ামে এশিয়া কাপের প্রথম নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। সেরা চার দল পয়েন্টের ভিত্তিতে সেমিফাইনাল খেলবে।
টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত মেয়েদের এশিয়া কাপ ক্রিকেটে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ডাবল হেডারের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় সকাল নয়টা এবং দ্বিতীয় ম্যাচ দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নারী ক্রিকেট দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামিমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, ঋতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মুস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, সোহেলি আক্তার।
রিজার্ভ: মারুফা আক্তার, শারমীন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া, রাবেয়া খান।
জেডআই/