• ঢাকা শনিবার
    ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নাদালের সঙ্গে জুটি বেঁধেই ক্যারিয়ারের ইতি টানছেন ফেদেরার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০১:৪৪ এএম

নাদালের সঙ্গে জুটি বেঁধেই ক্যারিয়ারের ইতি টানছেন ফেদেরার

প্রতীক ওমর

টেনিস ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচ খেলবেন রজার ফেদেরার। তবে লেভার কাপের এই ম্যাচে নাদালের সঙ্গে জুটি বেঁধেই দুই যুগ ক্যারিয়ারের ইতি টানছেন টেনিস সুপারস্টার। বাংলাদেশ সময় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

ফেদেরারের ভাবনা থেকে শুরু হয় লেভার কাপ। টিম ইউরোপের হয়ে ফেদেরার ও নাদাল নামবেন টিম ওয়ার্ল্ডসের জ্যাক সক ও ফ্রান্সিস তিয়াফোর বিপক্ষে। সুইস তারকার জায়গায় পরের ম্যাচগুলোতে খেলবেন মাত্তেও বেরেট্টিনি। টেনিসের সেরা দুই তারকার একসঙ্গে কোর্টে দেখতে উদগ্রিব পুরো বিশ্ব। তিনদিনের এ টুর্নামেন্টে আগের চার আসরেই রাজত্ব করেছে ইউরোপের প্রতিনিধিরা। ১০টি সিঙ্গেল ও ২টি ডাবল ম্যাচ। ২০ গ্র্যান্ডস্লাম জয়ী রজার ফেদেরারকে শুভকামনা জানিয়েছে ক্রীড়া বিশ্ব।

সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার বলেন, ‘অবশ্যই রাফার সঙ্গে খেলা দুর্দান্ত এক ব্যাপার। আগেও যখন রাফা কিংবা জোকোর সঙ্গে খেলেছি বেশ উপভোগ করেছি আমি। আরেকবার সে সুযোগ পেয়ে মনে হচ্ছে এবারও বেশ সুন্দর যাবে। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো। আনন্দ নিয়ে খেলবো কিন্তু বেশ কঠিন হবে।’

স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল বলেন, ‘টেনিসের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় যে কিনা অবসরে যাচ্ছে। দীর্ঘ এক ক্যারিয়ার তার। আমরা লম্বা ক্যারিয়ারের সঙ্গে এত সাফল্য একসঙ্গে ভাগ করেছি। তাই যখন যে চলে যায় তখন মিস করি কিছু একটা। তার অবসরের খবরটা খুব দুঃখের সংবাদ এবং কঠিন একটি দিন ছিল আমার জন্যে।’

 

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ