• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কৃষ্ণাদের চুরি যাওয়া টাকা পাওয়া না গেলে বাফুফে দেবে

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ১০:৩৯ পিএম

কৃষ্ণাদের চুরি যাওয়া টাকা পাওয়া না গেলে বাফুফে দেবে

প্রতীক ওমর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ভেঙে টাকা চুরির অভিযোগ করেছিলেন সাফজয়ী দুই ফুটবলার কৃষ্ণ রানী সরকার ও শামসুন্নাহার। তবে সিসি টিভি ফুটেজে চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। চুরি যাওয়া সেই টাকা পাওয়া না গেলে বাফুফের পক্ষ থেকে সেই টাকা দেয়া হবে কৃষ্ণাদের।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, লাগেজে কৃষ্ণা রানীর ৯০০ ও সামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলার ছিল। এ সময় তিনি বলেন, ‘ওরা বাচ্ছা মেয়ে। এটা ওদের কাছে অনেক বেশি টাকা। এই টাকাটা যদি না পাওয়া যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবশ্যই আমরা উদ্যেগ নিব এটা ওদেরকে দেওয়ার জন্য।’

এর আগে কৃষ্ণা জানিয়েছিলেন, ‘যেহেতু দেশে আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল। তাই আমরা আমাদের হ্যান্ডব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি তখন দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার, শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরো অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর।’

জেডআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ