• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কম্বোডিয়ার বিপক্ষে জামালদের প্রেরণা সাফজয়ী মেয়েরা

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০৫:০৮ পিএম

কম্বোডিয়ার বিপক্ষে জামালদের প্রেরণা সাফজয়ী মেয়েরা

প্রতীক ওমর

নেপালে অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানীরা। বিমানবন্দরে তাদের রাজসিক সংবর্ধনা দেয়া হয়েছে। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই এবার পরীক্ষা দিতে নামছে জামাল ভূঁইয়ারা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নমপেনে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে প্রীতি ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করেছেন জামাল ভূঁইয়ারা। কম্বোডিয়ার বিপক্ষে জয়ে চোখ বাংলাদেশের ফুটবলারদের। তাদের প্রেরনা জোগাচ্ছে সাফজয়ী নারী ফুটবলাররা।

র‌্যাংকিংয়ে বাংলাদেশের (১৯২) চেয়ে ১৮ ধাপ এগিয়ে কম্বোডিয়া (১৭৪)। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার পাশাপাশি ঘরের মাঠে খেলবে কম্বোডিয়া। তবে অতীতে চারবারের লড়াইয়ে দলটির কাছে কখনোই হারেনি বাংলাদেশ। বাড়তি সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশের বিপক্ষে জয় পেতে চাইবে তারা। জয়ে চোখ বাংলাদেশেরও। দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া নিজেদের সেরা খেলাটা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ পর্যন্ত স্প্যানিশ কোচ কাবরেরার অধীনে কোনো ম্যাচেই জয় পায়নি বাংলাদেশ। কাবরেরা কোচিংয়ে ফুটবল দলের সর্বোচ্চ সাফল্য হলো ড্র। তবে এবার প্রীতি ম্যাচে জয়ের মুখ দেখতে চান কাবরেরা। এ পর্যন্ত বাংলাদেশ-কম্বোডিয়া পরস্পরের বিপক্ষে বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে মোট চারটি ম্যাচ খেলেছে। কোনো ম্যাচেই বাংলাদেশের হারের রেকর্ড নেই। তিনটি ম্যাচে জয়। এ বছর তিনটি প্রীতি ম্যাচ খেলে দুটিতে ড্র ও একটিতে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে এ বছর এশিয়ান কাপ বাছাই পর্বসহ মোট চারটি ম্যাচ খেলেছে কম্বোডিয়া। এর মধ্যে তিনটি ম্যাচেই হেরেছে তারা।

জেডআই/

 

আর্কাইভ