• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এই ট্রফি বাংলাদেশের সকল মানুষের: সাবিনা

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৯:৪০ পিএম

এই ট্রফি বাংলাদেশের সকল মানুষের: সাবিনা

প্রতীক ওমর

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ এশিয়ান ফুটবলে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরেছেন বাংলাদেশের মেয়েরা। বুধবার (২১ সেপ্টেম্বর) ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পদার্পন করেন সাফজয়ী নারী ফুটবলাররা। তাদের ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের একটি প্রতিনিধি দল।

পরে বিমানবন্দরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন তাদের এই শিরোপা দেশবাসীকে উৎসর্গ করেন। তাদের এভাবে বরণ করে নেয়ার জন্য সকলকে ধন্যবাদ দেন।

সাবিনা বলেন, ‌‘আমাদের এতো সুন্দরভাবে বরণ করে নেয়ার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কৃতজ্ঞ এবং গর্বিত। সকলকে ধন্যবাদ। এই ট্রফি বাংলাদেশের সকল মানুষের।’

উল্লেখ্য, সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ দল।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ