প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৯:২৫ পিএম
দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানি সরকার, মারিয়া মান্দারা।সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমণ্ডুর দশরথে রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। নারী ফুটবলারদের সাফল্যের আনন্দে উদ্বেলিত গোটা দেশ। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৭ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে নেমে রাজসিক সংবর্ধনা পেয়েছেন বাঘিনিরা। মেয়েদের জন্য ৫০ লাখ টাকা উপহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার আরও ৫০ লাখ টাকা উপহারের ঘোষণা দিল তমা গ্রুপ।
তমা গ্রুপের মালিক আতাউর রহমান মানিক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ সভাপতি ও গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। বুধবার দুপুরে বিমানবন্দরে নারীদের এমন সাফল্যে তাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
এর আগে চ্যাম্পিয়ন হওয়ায় নারী দলকে ৫০ লাখ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) মহিলা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া জাতীয় মহিলা ফুটবল দলের জন্য নগদ ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।’
জেডআই/