• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নেপালে ইতিহাস গড়ে দেশে প্রত্যাবর্তন বাঘিনিদের

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৭:৫৩ পিএম

নেপালে ইতিহাস গড়ে দেশে প্রত্যাবর্তন বাঘিনিদের

প্রতীক ওমর

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা।  দক্ষিণ এশিয়ান ফুটবলে নতুন ইতিহাস গড়ে দেশে প্রত্যাবর্তন করলেন বাংলাদেশের মেয়েরা। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পদার্পন করে সাফজয়ী নারী ফুটবলাররা।  তাদের  ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বরণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের একটি প্রতিনিধি দল। তার পর তাদের কেক কেটে খাওয়ানো হয়। 

এছাড়া সাবিনা-সানজিদাদের বরণ করে নিতে বিমানবন্দর এলাকায় হাজির হয়েছেন ফুটবল প্রেমীরা। তাদের প্রায় সবার হাতেই রয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। আনন্দ-উল্লাসে স্বর্ণকন্যাদের বরণের অপেক্ষা করছেন দেশবাসী।

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে যাবেন ফুটবলাররা। ছাদখোলা বাস চ্যাম্পিয়ন মেয়েদের নিয়ে কাকলি হয়ে, মহাখালি ফ্লাইওভার দিয়ে শহীদ জাহাঙ্গীর গেট যাবে। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণী, তেজগাঁও, মৌচাক ফ্লাইওভার দিয়ে কাকরাইল যাবে। এরপর ফকিরেরপুল, আরামবাগ, শাপলা চত্বর দিয়ে পৌঁছাবে মতিঝিলের বাফুফে ভববে।

সেখানে ইতিহাস গড়া নারী ফুটবলারদের বরণ করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তাদেরকে ফুলের স্টিক দিয়ে তিনি বরণ করে নেবেন। এরপর ফটোসেশন হবে। অফিসিয়ালি আপাতত রিসিপশনটা শেষ হবে। বাকি আরও বড় কোনো সংবর্ধনার আয়োজন করা হবে কি না তা নির্ধারণ করবেন বাফুফে সভাপতি এবং কার্যনির্বাহী কমিটি।

উল্লেখ্য, সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ দল।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ