• ঢাকা রবিবার
    ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

সাবিনাদের বরণে যে প্রস্তুতি বাংলাদেশের

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০১:০৭ এএম

সাবিনাদের বরণে যে প্রস্তুতি বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে শিরোপা জয় করেছে বাংলাদেশের মেয়েরা। আগামীকাল (বুধবার) নেপাল থেকে ফিরবেন তারা। তাদের যৌথভাবে বরণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি সমন্বয় সভা করেছে বাফুফে। সেই সভায় সাবিনাদের বরণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। আর সেই প্রস্তুতি অনুযায়ী মেয়েদের বরণ করা হবে। 

আগামীকাল দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সাবিনারা। সেখানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত থাকবেন না। তিনি না থাকার কারণ সম্পর্কে বলেন, ‘আমি চাই কালকের দিনে প্রচার মেয়েরাই পাক। দিনটাই মেয়েদের হোক। তাই আমি বিমানবন্দরে যাব না, বাফুফে ভবনে আমি মেয়েদের রিসিভ করব। এখানেই ওদের সঙ্গে কথা বলব।’

সভাপতি না গেলেও বাফুফের অন্যান্য কর্মকর্তারা যাবেন বিমানবন্দরে। ক্রীড়া মন্ত্রণালয় থেকে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সহ বিভিন্ন কর্মকর্তাও উপস্থিত হবেন সেখানে। সেখানকার আয়োজন সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘বিমানবন্দরে আমরা খেলোয়াড়দের মিস্টি মুখ করাব। সেখানে কিছু সময় থাকার পর নারীরা ছাদ খোলা বাসে উঠবে।’

তিনি বলেন, ‘ছাদ খোলা বাস কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে তৈরি হচ্ছে। সেখানে বাসটি ব্র্যান্ডিং হচ্ছে। বাসে চ্যাম্পিয়ন ছবি দিয়ে ব্র্যান্ডিং হবে। বাস যখন চলবে তখন একটি গানও বাজবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি থিম সং তৈরি করছে।’

তিনি জানান, বাসের প্রাথমিক রুট ঠিক হয়েছে। বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবনে আসবে। বাফুফে ভবনে আরেক দফা বরণ করা হবে সাবিনাদের।

সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘সভাপতি কাজী সালাউদ্দিন সহ ফেডারেশনের অনেকে সাবিনাদের সঙ্গে বাফুফেতে সময় কাটাবেন। আগামীকাল এই পর্যন্ত বাফুফের পরিকল্পনা, আমরা এভাবেই পরিকল্পনা সাজিয়েছি। আগামীকালের পর যদি কোনো সংবর্ধনা বা অনুষ্ঠান হয় সেটা নির্বাহী কমিটির সিদ্ধান্ত নিয়ে হবে।’

 এআরআই

আর্কাইভ